FACILITY REGISTRY | স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান সমূহের তালিকা

প্রিয় সহকর্মীবৃন্দ, গতকালকের পোস্টে আপনাদের সকলের রেসপন্স দেখে বিষয়টি গুরুত্ববহ ছিল বলে অনুভব করছি। পোস্টে অনেকেই কমিউনিটি ক্লিনিক রেজিস্ট্রি করা আছে কিনা তা জানতে চেয়েছেন। আপনাদের মন্তব‌্য দেখে বুঝতে পেরেছি যে, রেজিস্ট্রি আছে কিনা তা কিভাবে চেক করা যায় তা বুঝতে পারছেন না। আজকের লিখায় রেজিস্ট্রেশন চেকা করায় গাইডলাইন প্রদানের চেষ্টার করবো।

কমিউনিটি ক্লিনিক চালু হওয়ার সাথে সাথে বাধ‌্যতামূলকভাবে HRIS ডাটাবেজে রেজিস্ট্রি করতে হয়। সে মোতাবেক ২১৯টি ব‌্যাতিরেকে সকল কমিউিনিটি ক্লিনিকের রেজিস্ট্রেশন করা আছে। আপনার উপজেলার রেজিষ্টিৃকৃত সকল প্রতিষ্ঠানের তালিকা স্বাস্থ‌্য অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদান করা আছে।

FACILITY REGISTRY | স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান সমূহের তালিকা

চিত্রঃ ১

চিত্রঃ ২

চিত্রঃ ৩

চিত্রঃ ৪

রেজিস্ট্রশন চেক করার পদ্ধতিঃ

  • আপনার ডিভাইসে ব্রাউজার/এপস ওপেন করুন।
  • এড্রেস বারে স্বাস্থ‌্য অধিদপ্তরের ওয়েবসাইট এড্রেস https://facilityregistry.dghs.gov.bd লিখে এন্টার/গো ক্লিক করুন।
  • নতুন একটি ইন্টারফেস আসবে।
  • এরপর নুতন পেইজের বাম দিকে Organization List (চিত্র ১) এ ক্লিক করুন।
  • এরপর একই পেইজে পাশে থাকা Administrative Criteria (চিত্র-২) এ ক্লিক করুন।
  • এরপর আপনার খালি বক্সগুলোতে আপনার ডিভিশন, জেলা, উপজেলা সিলেক্ট করুন (চিত্র-৩) ।
  • এরপর ফাইনালী একই পেইজের পাশে থাকা সবুজ রংয়ের Run Report (চিত্র ৩) এ ক্লিক করুন।

নিচে আপনার উপজেলার কমিউনিটি ক্লিনিকের (চিত্র ৪) তালিকা চলে আসবে। এই তালিকায় যেসব সিসি এর নাম আছে সেগুলো রেজিস্ট্রি করা। আপনি ভালো করে চেক করে দেখুন আপনার সিসি রেজিস্ট্রি করা আছে কিনা। না থাকলে দ্রুত পরিসংখ‌্যানবিদের সাথে যোগাযোগ করুন এবং রেজিস্ট্রি করার জন‌্য ব‌্যবস্থা নিতে বলুন।

একই সাথে HRIS এ আপনার সিএইচসিপি হিসেবে প্রোফাইল তৈরী করা আছে কিনা পরিসংখ‌্যানবিদের কাছে থেকে জেনে নিন। প্রোফাইল থাকলে আপনি যে সিসিতে পোস্টেড সে সিসিতে আপনার মুভ ইন আছে কিনা জেনে নিন। প্রোফাইল না থাকলে প্রোভাইডার এড রিকোয়েষ্ট প্রেরণ করা ব‌্যবস্থা নিন। প্রোফাইল পোস্টেড সিসিতে না থাকলে মুভইন করিয়ে নিন। সিসি এর প্রোফাইল এবং আপনার প্রোফাইল প্রয়োজনীয় সকল তথ‌্য দিয়ে আপডেট করে নিন।

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top