বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে কমিউনিটি ক্লিনিক সমূহ স্বাস্থ্য শিক্ষা প্রদান

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদযাপন ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে । উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সম্মতিক্রমে এবং সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, এর সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী/জাতীয় পর্যায়ে আগামী ২৫-৩১ শে আগষ্ট-২০২৫ ইং বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন এবং ২৫ শে আগষ্ট কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় ।

এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় Prioritize Breastfeeding: Create Sustainable Support Systems” ( ” মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন ” )। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য সভায় সিদ্ধান্তকৃত আর্থিক বরাদ্দ ও নির্দেশনা পত্র ( জেলা পর্যায়ের জন্য-২৫,০০০/- এবং উপজেলার জন্য -৫০০০/-) আইবাসের মাধ্যমে যথা সময়ে সংশ্লিষ্টদের বরাবর বরাদ্দ প্রেরণ করা হবে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন এবং সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য নিম্নবর্নিত করণীয় সমুহ সুষ্ঠভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হলো ।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে কমিউনিটি ক্লিনিক সমূহ স্বাস্থ্য শিক্ষা প্রদান

2025

 

করণীয়:

১. জেলা পর্যায়ে সিভিল সার্জনগণ স্ব স্ব কার্যালয়ে সকল ষ্টেক হোল্ডাদেরকে ২৫শে আগষ্ট সকাল ৯.০০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবেন ( প্রশাসন, শিক্ষা, সমাজসেবা, মহিলা ও শিশু, তথ্য, ধর্ম ইত্যাদি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাগণকে,সংশ্লিষ্ট জেলায় কর্মরত সকল এনজিও প্রতিনিধিদেরকে, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট অন্যান্যদেরকে অংশীজন হিসেবে আমন্ত্রণ করতে হবে মর্মে মন্ত্রণালয়ের নির্দেশনা রহিয়াছে) । অত:পর কাছাকাছি স্কুল/কলেজের ছাত্র / ছাত্রীদেরকে অন্তর্ভুক্ত করে সকলের সমন্বয়ে ব্যনারসহ ( ব্যানারের নমুনা ই-মেইল এ প্রেরণ করা হয়েছে ) একটি বর্ণাঢ্য র‍্যালী আয়োজন করতে হবে । র‍্যালিটি জেলার প্রধান সড়ক / সড়ক সমুহ প্রদক্ষিন করবে।

২. র‍্যালির পর পরই সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করতে হবে, যেখানে মাতৃদুগ্ধের গরুত্ব, উপকারীতা, মাতৃদুগ্ধ পান করানোর কৌশল এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ এবং বিধিমালা ২০১৭ বিষয়ক আলোচনার উপর গুরত্ব দিতে হবে ।

৩. সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।

৪. বিভাগীয় পর্যায়ে সিভিল সার্জন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানটি বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) মহোদয় উদ্বোধন করবেন ।

৫. সদর উপজেলা ব্যতিত অন্যান্য উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ (জেলার মতো করে ) একইভাবে স্ব স্ব কার্যালয়ে / হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করবেন।

৬. জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রে ফিডিং কর্ণার সমুহকে সচল করাসহ সপ্তাহ ব্যাপী মাতৃদুগ্ধ বিষয়ক স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং এক্সুসিভ ব্রেসফিডিং  বিষয়ক জনসচেতনতা তৈরী করতে হবে।সিএইচসিপিদের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক সমুহেও সপ্তাহ ব্যাপী এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে  হবে ।

৭. প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদেরকে আমন্ত্রণ পুর্বক এবং অনুষ্ঠানের ছবি ও মাতৃদুগ্ধ পান বিষয়ক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা সমুহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৮. মাধ্যমিক স্কুল সমূহের শিক্ষকদের মাধ্যমে এবং মসজিদ সমূহে সংশ্লিষ্ট ইমামদের মাধ্যমে মাতৃদুগ্ধ পান বিষয়ক সচেতনতা প্রচারনা চালাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chcpbd.com