জনবল ট্রাস্টে স্থানান্তরের লক্ষ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন প্রত্যাহার করা প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাইতেছে যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ এর ২৪ (3) ধারা অনুযায়ী “Revitalization of Community health Care Initatives in Bangladesh (RCHCIB)” প্রকল্প এবং Commmunity Based Health Care (CBHC) শীর্ষক অপারেশনাল প্ল্যানের সকল কর্মকর্তা/কর্মচারীর এবং কমিউনিটি ক্লিনিকের সকল কর্মচারীর চাকরি স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টে ন্যস্ত হইবে এবং সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত কর্মচারীদের ন্যায় তাহাদের স্থায়ীকরন, বেতন বৃদ্ধি, পদোন্নতির সুযোগ, গ্র্যাচুইটি এবং অবসরভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হইবে। সিএইচসিপি কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন প্রত্যাহা না করিলে জনপ্রশাসন মন্ত্রনালয়, কর্তৃক বর্ণিত সুযোগ-সুবিধা প্রদানে বাধাগ্রস্থ হতে পারে।
সিএইচসিপি কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন প্রত্যাহার
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) এর অনুকূলে জনবল স্থানান্তর/ ট্রাস্টের সাংগঠনিক কাঠামো অনুমোদনের লক্ষ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্তৃক দায়েরকৃত রিট পিটিশনসমূহ প্রত্যাহার প্রসঙ্গে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের গত ১৪-০৯-২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত ৭ম বোর্ড সভার সিদ্ধান্ত। উপর্যুক্ত বিষয়ের সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ এর ১৬ ও ২৪ (ঙ) ধারা মোতাবেক কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) এর অনুকূলে জনবল স্থানান্তর / ট্রাস্টের সাংগঠনিক কাঠামো অনুমোদনের প্রস্তাব স্বাস্থ্য সেবা বিভাগের ০৫-০৩-২০২০ খ্রিঃ তারিখের স্মারকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। উক্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পর্যালোচনার নিমিত্তে নিম্নোক্ত তথ্য প্রেরণরে জনা সূত্রোক্ত ০১ নং পত্রের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগকে অনুরোধ জানানো হয়।
ক) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহারপূর্বক মামলার বিষয়ে প্রতিবেদন।
তদপ্রেক্ষিতে সূত্রোক্ত ২ নম্বর স্মারকে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেরিত পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
এমতাবস্থায়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ এর ১৬ ও ২৪ (ঙ) ধারা মোতাবেক জনবল কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অনুকূলে স্থানান্তর/ ট্রাস্টের সাংগঠনিক কাঠামো অনুমোদনের নিমিত্ত স্বাস্থ্য সেবা বিভাগের চাহিদার আলোকে আপনার জেলাধীন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্তৃক দায়েরকৃত মামলাসমূহ তাদের (সিএইচসিপি) মাধ্যমে প্রত্যাহারপূর্বক প্রমানকসহ প্রতিবেদন আগামী ০৬/১০/২০২০ খ্রিঃ তারিখের মধ্যে অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় এ বিষয়ে বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।