সারাদেশে চালুকৃত কমিউনিটি ক্লিনিকে ২২ (বাইশ) প্রকার ঔষধ হতে ২ (দুই) প্রকার এনসিডি ঔষধ বন্টন। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা গ্রাস (সিসি এইচএসটি) এর আওতায় সারাদেশে চালুকৃত কমিউনিটি ক্লিনিক সমূহে ব্যবহারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) এর মাধ্যমে ২২ (বাইশ) প্রকার ঔষধ সরবরাহ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে যেহেতু নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণার এর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে বাংলাদেশের প্রায় সকল উপজেলায় তা স্থাপিত ও কার্যকর হয়েছে, তাই সকল উপজেলাস্থ কমিউনিটি ক্লিনিক গুলোয় রিফিলিং এর জন্য অতিরিক্ত ২ (দুই) প্রকার ঔষধ যথাক্রমে ট্যাবলেট এ্যামলোডিপিন ৫ মি. গ্রা. এবং ট্যাবলেট মেটফরমিন ৫০০ মিঃ গ্রাঃ সহ মোট ২২ (বাইশ) প্রকার ঔষধ সর্বত্র সরবরাহ করা হচ্ছে।
যে সকল উপজেলায় অদ্যাবধি এনসিডি কর্ণার চালু হয় নাই সে সকল উপজেলায় সরবরাহকৃত ২২ (বাইশ) প্রকার ঔষধ হতে ২০ (বিশ) প্রকার ঔষধ কমিউনিটি ক্লিনিকে সরবরাহ করবেন এবং অবশিষ্ট ২ (দুই) প্রকার ঔষধ এ্যামলোডিপিন ৫ মি: গ্রা: এবং মেটফরমিন ৫০০ মি: গ্রা: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্তৃক ব্যবহারের জন্য সংরক্ষন করে এই সংক্রান্ত ডকুমেন্ট কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর প্রধান কার্যালয়ে পাঠানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণকে অনুরোধ করা যাচ্ছে।
তদাপি, সদর উপজেলা স্বাস্থ্য অফিসে সরবরাহকৃত কার্টুন হতে উক্ত ২ (দুই) প্রকার ঔষধ ডকুমেন্টসহ সংরক্ষন করে সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে এনসিডি কর্ণার আছে এমন উপজেলা সমূহে বন্টন করে সেই তালিকা সংরক্ষনপূর্বক ১ (এক) কপি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর প্রধান কার্যালয়ে পাঠানোর জন্য সিভিল সার্জন গণকে অনুরোধ করা যাচ্ছে। এমতাবস্থায় উল্লেখিত বিষয়ে সঠিকভাবে ঔষধ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কমিউনিটি ক্লিনিকে সরবরাহকৃত ঔষধের তালিকা ২০২৫
সংযুক্তি: ঔষধের তালিকা ০১ পাতা।

