ভিটামিন-বি কমপ্লেক্স ট্যাবলেট | Vitamin B-Complex Tablet

Vitamin-B-Complex Tablet (ভিটামিন বি-কমপ্লেক্স বড়ি) ঔষধটিতে আছে, ভিটামিন বি-১ বা থায়ামিন, ৫ মিগ্রা + ভিটামিন বি-২ বা রিবোফ্যাভিন, ২ মিগ্রা + ভিটামিন বি-৩ বা নিকোটিনামাইড, ২ মিগ্রা + ভিটামিন বি-৬ বা পাইরিডক্সিন, ২ মিগ্রা।

 

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • (১) মুখে ও জিহ্বায় ঘা বা ক্ষত
  • (২) ভিটামিন বি এর অভাবজনিত রোগ যেমন বেরি বেরি
  • (৩) গর্ভাবস্থায় দীর্ঘদিন এন্টিবায়োটিক গ্রহণ করা রোগী।
  • (৪) শরীর দুর্বল লাগলে।

সেবন মাত্রাঃ

  • ১ টি বড়ি ৮ ঘণ্টা অন্তর দিনে ৩ বার। খাবার পরে সেবন করা ভালো।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) ডাইরিয়া।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

সাবধানতাঃ

  • তেমন কোন সাবধানতার দরকার নেই। খাওয়ার আগে বা পরে খাওয়া যায়, তবে খাওয়ার পরে সেবন করা ভালো।

মন্তব্যঃ

  • প্রসাবের রং হলুদ হতে পারে। এতে ভয় পাবার কিছু নেই। ওষুধ খাওয়া বন্ধ করে দিলে এটি ঠিক হয়ে যায়।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top