সিএইচসিপি কী? কমিউনিটি ক্লিনিকে কারা থাকে?

সিএইচসিপি (CHCP) মানে হল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (Community Health Care Provider)। এটি বাংলাদেশের একটি প্রকল্প যা কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করে। CHCP – Community health Care Provider নিদিষ্ট এলাকার জনগনের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার একটি যুগান্তকারী নাম সিএইচসিপি। ২০১০ সালের শেষের দিকে সিএইচসিপির প্রথম যাত্রা শুরু করে। দৈনিক যুগান্তর পত্রিকায় ২৪/০৮/২০১০ইং, দৈনিক জনকন্ঠ পত্রিকায় ২৪/০৮/২০১০ ইং সংশোধনী বিজ্ঞপ্তি যুগান্তর ২৫/০৯/২০১০ ইং, ও দৈনিক জনকন্ঠ ২১/০৯/২০১০ইং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন সর্বাধিকার প্রকল্প রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ এর অধীনে CHCP (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) পদ সৃষ্টি ।  বর্তমানে সারা বাংলাদেশে ১৪৫০০ (প্রায়) কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি কাজ করছে । সিএইসিপির কাজ আজ বিশ্বের মধ্যে রোল মডেল হয়েছে। গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের প্রাথমিক চিকিৎসা বিশ্ব জগতে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি   নিজেই একটি  ইতিহাস।

 

“CHCP” এর পূর্ণরূপ হলো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (Community Health Care Provider)। এটি একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রকল্প, যেখানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।CHCP (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) হলেন সেই ব্যক্তি যিনি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকেন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, পুষ্টি বিষয়ক সেবা, এবং অসংক্রামক রোগ সংক্রান্ত সেবা প্রদান করেন।সংক্ষেপে, CHCP হলেন কমিউনিটি ক্লিনিকের একজন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর্মী, যিনি এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করেন।
সিএইচসিপি পদ নিবন্ধন সংক্রান্ত তথ্য:
জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনৃ- ম (উ:ও বা:১)-৮/৯৩-১০২ তারিখ :৩০.০৭.১৯৯৪ ইং এবং পরিকল্পনা মন্ত্রণায়ের ০১.০৩.২০০০তারিখের পরিপত্র নং পরি/ সমম্বয়-২/১৫/৯৪/১৩৩এর শর্তানুসারে একনেক কর্তৃক ১৭.০৯.২০০৯ইং তারিখে অনুমোদিত “Revitalization of Community Health Care Initiatives in Bangladesh (RCHCIB)” শীর্ষক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নকালীন সময়ের জন্য বর্ণিত প্রকল্পের ডি পি পি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বারক নং-স্বাপকম /প্রকা-৩/জনবল নিয়োগ /২০০৯/৫২ তাং২/৩/২০১০ইং মোতাবেক অত্র অফিসের স্বপকম/আরসিএইচসিআইবি/ জনবল নিয়োগ-জারির পরিপ্রেক্ষিতে অত্র প্রকর্পের ০৯/১০/২৯১১ইং তারিখে নিয়োগ কমিটির সুপারিশক্রমে নিম্নে বর্ণিত প্রার্থীকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগির বাজেট-২ শাখার পরিপত্র নং –অম/অবি/বাজেট -১১/বিবিধ-৫২/২০০৩/৯অংশ-২)/৩৫,তারিখ-২৬/০১/২০১০ ইং মোতাবেক সাকুল্যে (কনসোলিডেটেড-পে)৯৩৫০/টাকা বেতন ভিত্তিক সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) (গ্রেড-১৪)পদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chcpbd.com