সিএইচসিপি (CHCP) মানে হল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (Community Health Care Provider)। এটি বাংলাদেশের একটি প্রকল্প যা কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করে। CHCP – Community health Care Provider নিদিষ্ট এলাকার জনগনের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার একটি যুগান্তকারী নাম সিএইচসিপি। ২০১০ সালের শেষের দিকে সিএইচসিপির প্রথম যাত্রা শুরু করে। দৈনিক যুগান্তর পত্রিকায় ২৪/০৮/২০১০ইং, দৈনিক জনকন্ঠ পত্রিকায় ২৪/০৮/২০১০ ইং সংশোধনী বিজ্ঞপ্তি যুগান্তর ২৫/০৯/২০১০ ইং, ও দৈনিক জনকন্ঠ ২১/০৯/২০১০ইং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন সর্বাধিকার প্রকল্প রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ এর অধীনে CHCP (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) পদ সৃষ্টি । বর্তমানে সারা বাংলাদেশে ১৪৫০০ (প্রায়) কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি কাজ করছে । সিএইসিপির কাজ আজ বিশ্বের মধ্যে রোল মডেল হয়েছে। গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের প্রাথমিক চিকিৎসা বিশ্ব জগতে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিজেই একটি ইতিহাস।
জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনৃ- ম (উ:ও বা:১)-৮/৯৩-১০২ তারিখ :৩০.০৭.১৯৯৪ ইং এবং পরিকল্পনা মন্ত্রণায়ের ০১.০৩.২০০০তারিখের পরিপত্র নং পরি/ সমম্বয়-২/১৫/৯৪/১৩৩এর শর্তানুসারে একনেক কর্তৃক ১৭.০৯.২০০৯ইং তারিখে অনুমোদিত “Revitalization of Community Health Care Initiatives in Bangladesh (RCHCIB)” শীর্ষক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নকালীন সময়ের জন্য বর্ণিত প্রকল্পের ডি পি পি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বারক নং-স্বাপকম /প্রকা-৩/জনবল নিয়োগ /২০০৯/৫২ তাং২/৩/২০১০ইং মোতাবেক অত্র অফিসের স্বপকম/আরসিএইচসিআইবি/ জনবল নিয়োগ-জারির পরিপ্রেক্ষিতে অত্র প্রকর্পের ০৯/১০/২৯১১ইং তারিখে নিয়োগ কমিটির সুপারিশক্রমে নিম্নে বর্ণিত প্রার্থীকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগির বাজেট-২ শাখার পরিপত্র নং –অম/অবি/বাজেট -১১/বিবিধ-৫২/২০০৩/৯অংশ-২)/৩৫,তারিখ-২৬/০১/২০১০ ইং মোতাবেক সাকুল্যে (কনসোলিডেটেড-পে)৯৩৫০/টাকা বেতন ভিত্তিক সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) (গ্রেড-১৪)পদ ।