ইউনিসেফের সহায়তায় দাকোপ কয়রা ও পাইকগাছা উপজেলায় REMN কর্মসূচি

খুলনা জেলার তিনটি উপজেলায় দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহায়তায় REMN কর্মসূচি শুরু হতে যাচ্ছে। Reaching Every Mother and Newborn (REMN) কর্মসূচি মাঠ পর্যায়ে কার্যক্রম শুরুর প্রসঙ্গে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহায়তায় Reaching Every Mother and Newborn (REMN) কর্মসুচীর আওতায় Facility Assessment এবং Microplan Development Workshop সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ ।

মূলত প্রতিটি ইউনিয়নের তিনটি সাবেক ওয়ার্ডে তিনটি করে ক্যাম্প বা কেন্দ্র তৈরি করে সেখানে সেবা প্রদান করা হবে। সেখানে তিনটি কেন্দ্রের দুইটি কমিউনিটি ক্লিকিক এবং একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে ক্লিনিকগুলো এই কর্মসূচি আওতায় থাকবে, সেখানে সিএইচসিপিও দায়িত্ব পালন করবে।

 

 

ইউনিসেফের সহায়তায় REMN কর্মসূচি

 

Reaching Every Mother and Newborn (REMN) কর্মসুচীর আওতায় আপনার উপজেলার তৈরীকৃত Microplan মোতাবেক সেশন কার্যক্রম আগামী ০৫ অক্টোবর ২০২৪ তারিখ থেকে মাঠ পর্যায়ে শুরুর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল ।

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top