আর্ন্তজাতিক সর্পদংশন প্রতিরোধ ও সচেতনতা দিবস

‘সর্প দংশনে ওঝা নয়, হাসপাতালেই চিকিৎসা হয়’ প্রতিপাদ্য নিয়ে  সর্প দংশন সচেতনতা দিবস পালিত হয় প্রতি বছর ১৯ সেপ্টেম্বর। আমাদের পরিবেশের অধিকাংশ সাপ বিষহীন। বিষধর সাপে কামড়ালে আক্রান্ত স্থানে বিষদাঁতের দুইটি গভীরক্ষত স্পষ্টভাবে বোঝা যাবে। এক্ষেত্রে আক্রান্ত স্থান থেকে রক্তক্ষরণের পাশাপাশি স্থানটি ফোস্কা পড়ে কালো হয়ে যেতে পারে। সাপের বিষ রোগীর স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে রোগীর শরীরকে অনুভূতিহীন করতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি কথা বলতে ও ঢোক গিলতে অসুবিধায় পড়তে পারেন। সাপে কামড়ানো রোগীকে নড়াচড়া কম করাতে হবে এবং ওঝা ও ঝাড়ফুকের ন্যায় অপচিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। বর্ষাকালে ঘরবাড়িতে সাপের উপদ্রপ হতে নিস্তার পেতে ঘরে কার্বলিক এসিড রাখা যেতে পারে।

  • বিষয়ঃ সর্পদংশন বিষয়ক অনলাইন প্রশিক্ষণ।
  • তারিখঃ ১৯/০৯/২০২৪
  • সময়ঃ বেলা ০২ঃ০০ ঘটিকা
  • Join Zoom Meeting: https://dghs-mis-bd.zoom.us
  • Meeting ID: 982 1331 0313
  • Passcode: 621060

১৯ সেপ্টেম্বর ২০২৪ “আর্ন্তজাতিক সর্পদংশন প্রতিরোধ ও সচেতনতা দিবস” উদযাপন উপলক্ষ্যে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অনলাইন ওরিয়েন্টেশণ আয়োজন প্রসঙ্গে । উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, ১৯ সেপ্টেম্বর ২০২৪” আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস” উদযাপন করা হবে। “বাংলাদেশে সর্পদংশন মোকাবেলা করার লক্ষ্যে সংশ্লিষ্ট বন্যা কবলিত উপজেলার কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও জনগণকে অবহিত করণের জন্য কমিউনিটি বেইজ হেলথ কেয়ার কর্তৃক ১৯/০৯/২০২৪ দুপুর ০২.০০ টা- বেলা ৩.০০ টা পর্যন্ত একটি ওরিয়েন্টেশণ অলাইনে আয়োজন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলার সিএইচসিপিগণকে সংযুক্ত লিংকে যুক্ত হয়ে ওরিয়েন্টেশনে অংশগ্রহনের জন্য অনুরোধ করা হল।

 

আর্ন্তজাতিক সর্পদংশন প্রতিরোধ ও সচেতনতা দিবস উপলক্ষ্যে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অনলাইন ওরিয়েন্টেশণ

 

আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালনের উদ্দেশ্য:

  • সচেতনতা বৃদ্ধি: সর্প দংশনের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় বা অক্ষম হয়ে পড়ে। এই দিবসটি সর্প দংশনের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে।
  • ভুল ধারণা দূর করা: সর্প দংশনের বিষয়ে অনেক ভুল ধারণা রয়েছে। এই দিবসটি সেই ভুল ধারণাগুলো দূর করে সঠিক তথ্য প্রদান করে।
  • প্রতিরোধের উপায়: সর্প দংশন প্রতিরোধের জন্য কী কী করা যায়, সে সম্পর্কে মানুষকে সচেতন করা।
  • চিকিৎসা ব্যবস্থা উন্নত করা: সর্প দংশনের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য সরকার ও সংস্থাগুলোকে উৎসাহিত করা।

সর্প দংশন থেকে নিজেকে রক্ষা করার কিছু উপায়:

  • সাপের আবাসস্থল এড়িয়ে চলা: ঘাস, জঙ্গল, পাহাড়ি এলাকা ইত্যাদি সাপের প্রিয় আবাসস্থল। এই ধরনের জায়গায় যাওয়ার সময় সাবধান থাকা।
  • জুতা পরে চলা: খালি পায়ে চলাচল না করা।
  • ঘরবাড়ি পরিষ্কার রাখা: ঘরবাড়ির চারপাশে গরুর গোবর, পুরানো কাপড়চোপড় না রাখা।
  • সাপ দেখলে দূরে সরে যাওয়া: সাপকে না ছুঁয়ে দূরে সরে যাওয়া।
  • সর্প দংশনে আক্রান্ত হলে: দ্রুত হাসপাতালে যাওয়া।

আপনিও এই দিনটিতে সর্প দংশন সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে পারেন:

  • সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সৃষ্টি: সর্প দংশন সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করতে পারেন।
  • স্কুল কলেজে সচেতনতা সভা আয়োজন: শিক্ষার্থীদের মধ্যে সর্প দংশন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য স্কুল কলেজে সচেতনতা সভা আয়োজন করতে পারেন।
  • সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ: সর্প দংশন প্রতিরোধে কাজ করার জন্য সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top