নরসিংদীর শিবপুরের মুন্সেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম কর্মসূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বুধবার নরসিংদী জেলা সফর করেন এবং দুপুর ২:৩০ ঘটিকায় নরসিংদী জেলার শিবপুর উপজেলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
উক্ত পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মহোদয়, ইউএনও মহোদয়, ইউএইচ&এফপিও, ডিডিএফপি সহ আরও উচ্চপদস্থ কর্মকর্তাগন। উপদেষ্টা মহোদয়ের নিকট উক্ত সিসির সিএইচসিপি জনাবা শারমিন বেগম সিএইসিপিদের সেবা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং বিভিন্ন রেজিস্টার দেখান।
নরসিংদীতে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টা
এছাড়া সিএইসিপিদের ১৩ বছরের বঞ্চনার কথা তুলে ধরেন। নানা সময়ে সিএইসিপিদের রাজস্বকরণের আশ্বাস দেওয়ার কথা তুলে ধরলে, উপদেষ্টা মহোদয় যথাযথ প্রমাণ দেখতে চান। এর প্রেক্ষিতে বিগত ১৩ বছরে নানা সময় দেয়া বিগত সরকারের চিঠি, আদালতের দেওয়া রায়ের কপি সমন্বয়ে তৈরি একটি বই মাননীয় উপদেষ্টা মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়।
মাননীয় উপদেষ্টা মহোদয়কে জানানো হয় সিএইসিপিদের ফাইল সচিব কমিটির অনুমোদনের অপেক্ষায় আছে। উপদেষ্টা মহোদয় তখন এ বিষয়ে কিছুটা অবগত বলে জানান। এবং আমাদের কাজ যথাযথ পক্রিয়ায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। পরির্দশন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে একজন সাংবাদিক সিসি সম্পর্কে সরকারের কি চিন্তা ভাবনা জানতে চান। জবাবে মাননীয় উপদেষ্টা মহোদয় বলেন সিসি সম্পর্কে তথ্য সংগ্রহ করে যাচ্ছেন এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা কাঠামো করে দিবেন বলে জানান।