কমিউনিটি গ্রুপের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের তহবিল গঠন, ব্যয় ও তত্ত্বাবধানের নীতিমালা অনুযায়ী অর্থ/সম্পদ সংগ্রহ করণের ব্যবস্থা নেয়া প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব, আন্তরিক সহযোগিতা এবং জনগনের সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য যে, আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক) প্রকল্প কার্যালয় হতে ইতিমধ্যেই অর্থনৈতিক কোড ৪৮৫১-দৈনিক অনিয়মিত শ্রমিকের মজুরি বাবদ প্রাথমিক ভাবে কিছু অর্থ বরাদ্দ ও সহায়তা দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ Community Health Care Provider (CHCP) দের চাকুরী স্থায়ীকরন বিজ্ঞপ্তি
কিন্তু কমিউনিটি গ্রুপের কার্যাবলীর মধ্যে কমিউনিটি ক্লিনিকের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ তদারকি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। কমিউনিটি গ্রুপগুলিকে সক্রিয় করার জন্য অচিরেই তাদের প্রশিক্ষণ শুরু হবে। তৎপ্রেক্ষিতে এ খাতে ভবিষ্যতে আর কোন অর্থ বরাদ্দ দেয়া সম্ভব হবে না। এমতাবস্থায়, কমিউনিটি গ্রুপের সহায়তায় কমিউনিটি ক্লিনিকের তহবিল গঠন, রায় ও তত্ত্বাবধানের নীতিমালা অনুযায়ী স্থানীয়ভাবে অর্থ সম্পদ সংগ্রহ করে কমিউনিটি ক্লিনিকের যাবতীয় কাজ চালানোর যথাযথ ব্যবস্থা নেয়া এবং বিষয়টি সংশ্লিষ্ট সিএইচসিপি ও সভাপতি কমিউনিটি গ্রুপকে অবহিত করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।