গ্রাম পর্যায়ে স্থায়ী কেন্দ্র স্থাপন করে ‘অত্যাবশ্যক সেবা প্যাকেজ’ এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সমন্বিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছানোর লক্ষ্যে কম-বেশী প্রতি ৬০০০ গ্রামীণ জনগণের জন্য একটি করে সারা দেশে মোট ১৩৫০০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের ব্যবস্থা নেয়া হয়েছে। মেট্রোপলিটান ও পৌর এলাকায় এ ধরনের কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রয়োজন হবে না। সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন পৌর স্বাস্থ্য কেন্দ্র (Urban Health Centre) হতে এ সকল এলাকার জনগণকে প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা তথা অত্যাবশ্যক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা প্রদান কর হবে। এছাড়া জেলা সদর, থানা সদর ও ইউনিয়ন পর্যায়ে অবস্থিত মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC), থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে আধ ঘন্টার হাঁটা পথের মধ্যে বসবাসরত জনগণের জন্য নূতন কোন কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে না।
জেলা সদরে অবস্থিত বিদ্যমান MCWC, থানা সদরে অবস্থিত বিদ্যমান থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত বিদ্যমান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে প্রয়োজনীয় জনবল পদায়নের মাধ্যমে এ সকল এলাকার জনগণকে কমিউনিটি ক্লিনিকের জন্য নির্ধারিত সেবা প্রদান করা হবে। একই ভাবে ওয়ার্ড পর্যায়ে অন্যান্য মন্ত্রণালয় কর্তৃক বহুমুখী ব্যবহারের জন্য নির্মিত ভবনসমূহে (যেমন, সমুদ্র উপকূলে নির্মিত সাইক্লোন শেল্টার, সৌদী সহায়তায় নির্মিত মাল্টি-পারপাস ভবন ইত্যাদি) প্রয়োজনীয় জনবল পদায়নের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
কমিউনিটি ক্লিনিক স্থাপন সংক্রান্ত নীতিমালা | Community Clinics Setting Up Guidelines
ক্লিনিকসমূহে যে সকল সেবা প্রদান করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
ক. সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসব-পূর্ব (প্রতিষেধক টিকা দানসহ), প্রসবকালীন এবং প্রসব-উত্তর (নব-জাতকের সেবাসহ) সেবা।
খ. সময়মত প্রতিষেধক টিকাদানসহ (হাম, হুপিংকফ, ধনুষ্টংকার, পোলি : ইত্যাদি) শিশু ও কিশোর-
কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা।
গ. জনগণের বিশেষ করে মহিলা ও শিশুদের অপুষ্টি দূরীকরণের জন্য ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ ও সেবা
প্ৰদান।
ঘ. ম্যালেরিয়া, যক্ষ্মা, কুষ্ঠ, কালা-জ্বর, ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং
উহাদের সীমিত চিকিৎসা সুবিধা।
ঙ. সাধারণ জখম, সর্প দংশন, পানিতে ডোবা, বিষপান, জ্বর, ব্যথা, হাঁপানি, চর্মরোগ, ক্রিমি, শ্বাস যন্ত্রের তীব্র সংক্রমণ (ARI) ইত্যাদিসহ চোখ, দাঁত ও কানের সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা সুবিধা।
চ. অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন উপকরণ, যেমন, কনডম, পিল ইত্যাদির সার্বক্ষণিক সরবরাহ ও বিতরণ নিশ্চিত করণ।
ছ. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (UHFWC) কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) নির্দিষ্ট সময় অন্তর কমিউনিটি ক্লিনিকে এসে আগ্রহী মহিলদের আইইউডি (IUD) স্থাপন এবং/অথবা ইনজেকশন প্রদান।
জ. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণকারীদের মধ্যে জটিল কেইসগুলোকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা প্রদানপূর্বক দ্রুত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পাঠিয়ে দেয়া।
ঝ. ক্লিনিকে আগত সেবা গ্রহণকারীদের জন্য স্বাস্থ্য-সম্মত জীবন যাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটেশন, সুষম খাদ্যাভ্যাস, টিকার সাহায্যে রোগ প্রতিরোধ, ক্রিমি প্রতিরোধ, বুকের দুধের সুফল, ডায়রিয়া প্রতিরোধ, পুষ্টি সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা ও উহার বিভিন্ন পদ্ধতি ইত্যাদি সম্পর্কিত আচার-আচরণ ও দৃষ্টিভংগির পরিবর্তন (BCC) বিষয়ে গ্রুপ ভিত্তিক পরামর্শ দানের ব্যবস্থা।
ক্র. অপারগ ও অনিচ্ছুক ব্যক্তিদের বাড়ীতে গিয়ে সেক প্রদানসহ নির্দিষ্ট সময় অন্তর দূরবর্তী এলাকায় বসবাসরত জনগোষ্ঠীকে সেবা প্রদান।
ট. অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী এবং যক্ষা, কুষ্ঠ ইত্যাদি রোগের চিকিৎসাধীন রোগীদের মধ্যে যাহারা পিল/কনডম গ্রহণ কিংবা ঔষধ সেবনের জন্য ক্লিনিকে আসছেন না তাঁদেরকে খুঁজে বের করে পুনরায় সেবা/চিকিৎসা ব্যবস্থায় ফিরিয়ে আনা ইত্যাদি।