বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নবজাতক শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে টিকার প্রয়োজনীয়তা অপরিসীম। এটি মাথায় রেখে পাথওয়ে এই বছর (২০২০) ইপিআই প্রোগ্রামটি বড় পরিসরে পরিচালনার উদ্যোগ নিয়েছে। প্রতিবছর আমাদের দেশের অসহায় জনগোষ্ঠীর অনেক শিশুরা সচেতনতার অভাবে টিকা পায়না এবং পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমরা জানি যে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই জন্য পাথওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এই ইপিআই কার্যক্রম ঢাকাতে বাস্তবায়নের অনুমতি নেন। কার্যক্রমটি প্রতিমাসের ১ম ও ৩য় মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয়। নারী ও শিশুরা বিনামূল্যে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি, ওপিভি, এমআর, টিটি, হাম ইত্যাদি টিকা পেয়ে থাকেন। সময় মত টিকা দিয়ে মা ও শিশুর সুস্থতা, নিশ্চিত করা সকল পরিবারের দায়িত্ব।
ইপিআই টিকাদান কার্ড
ইপিআই কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় প্রচার মাধ্যম ও আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়। নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে অথবা হাসপাতালে ০-১১ মাস বয়সি শিশুদের নিয়ে আসতে হয়। অতঃপর কর্মসূচি অনুযায়ী (প্রাপ্যতা অনুযায়ী) যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিংকাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুরেলা এই ৯টি রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করা হয়। টিকা প্রদানের পর নতুনদের পরবর্তী টিকাদানের তারিখ উল্লেখ করে টিকাদান কার্ড দেওয়া হয় এবং পুরাতনদের কার্ডে পরবর্তী টিকাদানের তারিখ উল্লেখ করা হয়। ১৫-৪৯ বছরের মহিলাদের সিডিউল অনুযায়ী ৫ ডোজ টিটি টিকা প্রদান করা হয়ে থাকে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)
- প্রয়োজনীয় ফিঃ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়
- সেবা প্রাপ্তির স্থানঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তদনিম্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান
- দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীঃ হেলথ সহকারী/পরিবার কল্যাণ সহকারী
- প্রয়োজনীয় কাগজপত্রঃ ১। টিকা কার্ড বা ২। গর্ভবতী কার্ড
শিশুদের মোট কয়টি টিকা দিতে হয়
৫ বার টিটি টিকা নিতে হয়। এ টিকা যে-কোন সময়ে নেয়া যায়। তবে সরকারী কর্মসূচি অনুযায়ী ১৫ বছর বয়স থেকে টিকা দেয়া শুরু করতে হয় এবং নীচের সময়সূচি অনুযায়ী সারাজীবনে ৫ বার টিটি টিকা দিতে হয়। পুরা ডোজ শেষ করতে মোট ২ বছর ৭ মাস সময় লাগে। কখন টিটি দিতে হবে।
- টিটি ১ম ডোজ ১৫ বছর পূর্ণ হবার পর অথবা গর্ভবতী হলে ৪র্থ মাস থেকে।
- টিটি ২য় ডোস টিটি ১ম ডোস দেয়ার ৪ সপ্তাহ পর। টিটি ৩য় ডোস
- টিটি ২য় ডোস দেয়ার ৬ মাস পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।
- টিটি ৪র্থ ডোস ৩য় ডোস দেয়ার ১ বছর পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।
- টিটি ৫ম ডোজ টিটি ৪র্থ ডোস দেয়ার ১ বছর পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিশোধক
শিশুদের ছয়টি টিকার নাম – শিশুদের টিকা দেওয়ার সময়সূচী বাংলাদেশ