কমিউনিটি ক্লিনিকের সংগ্রহীত অর্থের সংরক্ষণ ও ব্যয় ব্যবস্থাপনা

কমিউনিটি ক্লিনিকের স্থানীয় তহবিলের জন্য সংগ্রহীত অর্থের সংরক্ষণ ও যায় ব্যবস্থাপনা। উপর্যুক্ত বিষয় ও স্মারকমূলে জানানো যাচ্ছে যে, কমিউনিটি ক্লিনিকে আগত সেবা গ্রহীতাদের নিকট থেকে প্রতি ভিজিটে স্বেচ্ছাদানকৃত আর্থিক অনুদান গ্রহণ করা হয়ে থাকে। প্রতি ডিজিটে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত ও পরিমাণ কমিউনিটি গ্রুপের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হয়ে থাকে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকের দৈনন্দিন ছোটখাট মেরামত, পরিষ্কার পরিচ্চাতা/ নিরাপত্তা কর্মীর বেতন প্রদান, দুস্থ, অসহায়, ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা, জরুরী ও মারাত্মক এবং গরীব রোগীদের উচ্চতর পর্যায়ে প্রেরণের উদ্দেশ্য অন্যান্য প্রয়োজনীয় কার্য নির্বাহের জন্য এই তহবিলের অর্থ ব্যয় করা হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, কমিউনিটি ক্লিনিকের তহবিলের জন্য অনুদানকৃত সংগৃহীত অর্থ সুনির্দিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করা হচ্ছে না এবং মাসের শেষে উক্ত অর্থ সিসি ব্যাংক একাউন্টে জমা না দিয়ে এবং কমিউনিটি গ্রুপের সরাসরি তত্ত্বাবধান ব্যতীত ব্যয় করা হচ্ছে। যা বাঞ্ছনীয় নয় এবং কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ ম্যানুয়ালে উল্লেখিত তহবিল সংক্রান্ত নীতিমালা বহির্ভূত।

এর পরিপ্রেক্ষিতে, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রতি ডিজিটে প্রাপ্ত অনুদানকৃত অর্থ গ্রহণের তারিখ, পরিমাণ ও দাতার নাম একটি পৃথক রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে। একইসঙ্গে সংগৃহীত অর্থ প্রতিমাসের শেষে কমিউনিটি গ্রুপের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিসির ব্যাংক একাউন্টে জমানদানপূর্বক, কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ ম্যানুয়াল উল্লেখিত তহবিল সিসিএর ব্যবস্থাপনা” নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ব্যয় নির্বাহ করার তহবিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।

কমিউনিটি ক্লিনিকের সংগ্রহীত অর্থের সংরক্ষণ ও ব্যয় ব্যবস্থাপনা

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top