ঢাকা এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন কর্তৃক কমিউনিটি ক্লিনিকসমূহে পানিবাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিনামূল্যে হ্যান্ডওয়াশ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, ঢাকা এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন এবং পথশিশু কল্যাণ ট্রাস্ট যৌথভাবে সারাদেশে চালুকৃত ১৪০০০ কমিউনিটি ক্লিনিকে পানিবাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিনামূল্যে হ্যান্ডওয়াশ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের নিজস্ব জনবল দ্বারা কমিউনিটি ক্লিনিকে সরাসরি বিনামূল্যে হ্যান্ডওয়াশ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণের অনুমতি চেয়ে অত্র কার্যালয়ে আবেদন করা হয়।
আরও পড়ুনঃ কমিউনিটি ক্লিনিকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এটা দেখিয়ে একদল কমিউনিটি ক্লিনিকে ভুয়া নিয়োগ দিচ্ছে। সকলে সাবধান হবেন যে, কমিউনিটি ক্লিনিকে ট্রাস্ট ছাড়া কেউ নিয়োগ দিতে পারবে না।
https://communityclinic.portal.gov.bd/উপরোক্ত লিঙ্ক টি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এর অধীনস্হ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার অপারেশন প্ল্যান এর একমাত্র ওয়েব লিঙ্ক। কমিউনিটি ক্লিনিক সম্পর্কিত যে কোন তথ্যের জন্য উক্ত লিঙ্ক ব্যবহার করুন। বিভিন্ন ভুয়া / ভুঁইফোড় সংস্থা কমিউনিটি ক্লিনিক এ নিয়োগের নামে মিথ্যা, ভুয়া, বানোয়াট বিজ্ঞপ্তি প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছে। এ’সকল বিভ্রান্তি হতে সতর্ক থাকার জন্য ইতোপূর্বে একাধিকবার বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তদুপরি ব্যাপক প্রচারের অনুরোধসহ এই পোস্ট টি করা হলো।
এই চিঠির মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ পাওয়ার সুযোগ নেই। কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দিতে পারে একমাত্র সিসিএইচএসটি। তাই, প্রতারক হতে সাবধান।
এমতাবস্থায়, ঢাকা এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন এবং পথশিশু কল্যাণ ট্রাস্টের আবেদনের প্রেক্ষিতে তাদের নিজস্ব জনবল দ্বারা কমিউনিটি ক্লিনিকে আগত সেবাগ্রহীতাদের ব্যবহারের জন্য সারাদেশে চালুকৃত ১৪০০০ সিসির মধ্যে আপাতত ২৩০০ সিসিতে (প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১০টি করে) কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-এর নিকট হ্যান্ডওয়াশ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, হ্যান্ডওয়াশ ও হ্যান্ডস্যানিটাইজার প্রাপ্তি স্বীকারপত্রের এককপি অত্র কার্যালয়ে, এককপি কমিউনিটি ক্লিনিকে এবং এককপি বিতরণকারী প্রতিষ্ঠানকে দেয়ার অনুরোধ করা হলো।
কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে হ্যান্ডওয়াশ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ