গতকাল ৫ অক্টোবর এই প্রথম বিসিএইচসিপিএ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দেশের সকল সহকর্মীদের আর্থিক সহায়তায় মৃত সহকর্মীদের পরিবারের নিকট চেক হস্তান্তর করা হয়। প্রোগ্রাম কে সফল ও স্বার্থক করেছেন সিসিএইচটির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব জনাব একে এম নুরুন্নবী কবীর স্যার। তিনি নিজে উপস্থিত থেকে সিএইচসিপিদের কান্নার চাপা আওয়াজ শুনে যান। এবং হেড অফিসে ইতিমধ্যে একটা অনুদানের ফাইল প্রস্তুত হচ্ছে মৃত সিএইচসিপির জন্য। খুব শীঘ্রই অফিসিয়াল ভাবে প্রদান করা হইবে।
মৃত্যুবরণকারী সিএইচসিপিদের আর্থিক সহায়তা প্রদান
এছাড়া সিদ্ধান্ত ছিলো – আন্দোলনে এসে মৃত্যুবরন কারী সিএইচসিপি নাসরিন সুলতানার পরিবারকে ৩ লক্ষ টাকা চেক হস্তান্তরের। কিন্তু মতলব উত্তর উপজেলার সভাপতি সম্পাদক দুজন নাসরিন সুলতানার পরিবার অনেকটা সাবলম্বী হওয়াতে রাশেদুজ্জামান সবুজের পরিবারকে কিছু আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ করিলে তাৎক্ষণিক কেন্দ্রীয় সংসদ সভাপতি সম্পাদক উপস্থিত সকলের সাথে পরামর্শ করে নাসরিন সুলতানার পরিবার কে ২ লক্ষ এবং রাশেদুজ্জামান সবুজের পরিবার কে ১ লক্ষ টাকা সহায়তার সিদ্ধান্ত নিয়ে চেক হস্তান্তর করা হয়।
স্যারের সাথে আমরা ক’জন ঢাকা থেকে চাঁদপুর যাই এবং আবার চাঁদপুর থেকে ঢাকা আসি, আসার পথে যেগুলো আলাপ আলোচনা হয়েছে সংগত কারণে অনেক কিছু প্রকাশ করা যাচ্ছেনা তবে আগামী ১৪/১৫ তারিখ সচিব কমিটির মিটিংয়ের তারিখ নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে কবে নাগাদ কেবিনেট মিটিং হবে? তবে স্যার আশাবাদী এই মাসে মিটিং হতে পারে। ওপি নিয়ে অনেকের প্রশ্ন? ওপি পাশ হইতে এখনো ৩/৪ মাস লাগবে সুতরাং ওপির চিন্তা বাদ দেন, ধৈর্য্য ধরে অপেক্ষা করেন, নিশ্চয়ই সকল মন্দের পরে ভালো কিছু অপেক্ষা করে।
১৪ হাজার পরিবারের প্রতি কৃতজ্ঞতায়
আকরাম চৌধুরী
সভাপতি
বিসিএইচসিপিএ সিলেট