কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের আওতায় সারাদেশে মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ প্রয়োজনীয়তার সাপেক্ষে নৈমিত্তিক ছুটির ভোগের জন্য আবেদন করে থাকেন। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের নৈমিত্তিক ছুটির আবেদনে MO (DC) /MO (CC) /MO (Focal Person ) – গণ সুপারিশ করবেন এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাগণ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের নৈমিত্তিক ছুটির চূড়ান্ত অনুমোদন প্রদান করবেন। সার্বিক শৃঙ্খলার স্বার্থে নির্দেশক্রমে অত্র পত্র জারী করা হলো।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের নৈমিত্তিক ছুটির বিজ্ঞপ্তি
(ডাঃ মুহাম্মদ হাবিবুর রহমান)
লাইন ডাইরেক্টর
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)।