স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কমিউনিটি ক্লিনিকে ব্যবহারের জন্য ট্যাবলেট এমলোডিপাইন ৫ মি: গ্রা: এবং ট্যাবলেট মেটফরমিন ৫০০ মি: গ্রা: ব্যবহার প্রসঙ্গে।
কমিউনিটি ক্লিনিকে এমলোডিপাইন ৫ মি: গ্রা: এবং মেটফরমিন ৫০০ মি: গ্রা: ব্যবহার
উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)” অপারেশনাল প্লানের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কমিউনিটি ক্লিনিকে ব্যবহারের জন্য ট্যাবলেট এমলোডি পাইন ও মি: আ এবং ট্যাবলেট মেটফরমিন ৫০০ মি: আ ক্রয় করা হয়। যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার আছে সেই সব উপজেলার কমিউনিটি ক্লিনিকে হাইপারটেশন ও ডায়বেটিসের ঔষধ পাঠানো হয়েছে।
উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের CHCP জানানো যাচ্ছে যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সনাক্তকৃত হাইপারটেনশন ও ডায়বেটিস রোগী সিসি তে NCDC কর্তৃক সরবরাহকৃত সবুজ বইয়ের প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) নিয়ে গেলে ০১ মাসের জন্য উভয় প্রকার ঔষধ Refilling হিসেবে সরবরাহ করবে। এখানে উল্লেখ্য যে, সবুজ বইয়ের প্রেসকিপশন এ ঔষধ সরবরাহের তারিখ উল্লেখ সহ CHCP-দের স্বাক্ষর থাকতে হবে এবং ঔষধের রেজিষ্টার বহিতে এন্ট্রি করতে হবে। ইহাতে লাইন ডাইরেক্টর, সিবিএইচসি মহোদয়ের সম্মতি রয়েছে।