Paracetamol Tablet, 500 mg (প্যারাসিটামল বড়ি, ৫০০ মিলিগ্রাম)। প্যারাসিটামল ট্যাবলেট ৫০০ মি. গ্রা. | Paracetamol Tablet 500 mg.
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- (১) জ্বর
- (২) যেকোনো ধরনের স্বল্প থেকে মাঝারি ব্যথা। যেমন- মাথাব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, দাঁত ব্যথা, বাতের ব্যথা, ঋতুস্রাবের ব্যথা ইত্যাদি।
সেবন মাত্রাঃ
- ১ বছর থেকে ৫ বছর বয়স পর্যন্তঃ ১টি বড়ির চার ভাগের এক ভাগ (¼) থেকে অর্ধেক (½) বড়ি ৬ ঘণ্টা পরপর দিনে ৪ বার। জ্বর বা ব্যথা বেশি হলে ৪ ঘণ্টা পরপর বার দিনে ৬ বার।
- ৫ বছর থেকে ১২ বছর বয়স পর্যন্তঃ অর্ধেক (½) থেকে ১টি বড়ি ৬ ঘণ্টা পরপর দিনে ৪ বার। জ্বর বা ব্যাথা বেশি হলে ৪ ঘণ্টা পরপর দিনে ৬ বার।
- প্রাপ্ত বয়স্কদের জন্যঃ ১ টি বা ২ টি বড়ি ৬ ঘণ্টা পরপর দিনে ৪ বার। জ্বর বা ব্যথা বেশি হলে ৪ ঘণ্টা পরপর দিনে ৬ বার।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- (১) গর্ভাবস্থায় না খাওয়া ভালো।
- (২) কিডনি কার্যকর হলে।
- (৩) লিভার বা যকৃৎ এর কোন রোগ হলে।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) বমি বমি ভাব বা বমি হওয়া।
- (২) ক্ষুধামন্দা।
- (৩) গলা বুক জ্বালা ও টক ঢেকুর ওঠা।
- (৪) পেপটিক আলসার থাকলে পেট ব্যথা সহ অন্যান্য লক্ষণ বেড়ে যাওয়া।
সাবধানতাঃ
- (১) খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে খেতে হবে।
- (২) জ্বর ১০০ ডিগ্রী ফারেনহাইট এর বেশি না হলে ঔষধ না খাওয়া ভালো।
- (৩) পেপটিক আলসার থাকলে সাথে এন্টাসিড বড়ি খেতে হবে।
মন্তব্যঃ
- এন্টিবায়োটিক এর ক্ষেত্রে যেমন খুব নিয়ম মেনে চলতে হয় এক্ষেত্রে তেমনটি নয় সমস্যা কমে গেলে এটির ডোজ কমানো যায় বা বন্ধ করে দেওয়া যায়।