ওআরএস – ওরাল রিহাইড্রেশন সল্ট। ওরাল রিহাইড্রেশন সল্টস (ওআরএস) | Oral Rehydration Salt (ORS)
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- ডায়রিয়া বা পাতলা পায়খানা অথবা বমির কারণে শরীরে পানি স্বল্পতা।
সেবন মাত্রাঃ
- এক প্যাকেট ওরাল স্যালাইন আধা লিটার নিরাপদ পানিতে গুলিয়ে নিতে হবে এবং প্রতিবার পাতলা পায়খানার পর যতটুকু সম্ভব ততটুকু খেতে দিতে হবে।
ব্যবহার সময়সীমাঃ
- তৈরিকৃত স্যালাইন ৮ ঘণ্টা পর্যন্ত পান করা যাবে।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
সাবধানতাঃ
- (১) উচ্চ রক্তচাপ থাকলে সর্তকতা অবলম্বন করে স্যালাইন পান করতে হবে।
- (২) খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনীয় পাত্র, চামচ ইত্যাদি জীবাণুমুক্ত থাকে।
- (৩) স্যালাইন তৈরির পূর্বে হাত ভালো করে সাবান দিয়ে নিরাপদ পানিতে ধুয়ে নেওয়া আবশ্যক।
- (৪) মিশ্রণ এর অনুপাত যেন ঠিক থাকে সে ব্যাপারে সাবধান থাকা অবশ্যক।
মন্তব্যঃ
- চরম পানিস্বল্পতার লক্ষণ দেখা দিলে অবশ্যই রেফার করতে হবে। ডায়বেটিস (বহুমূত্র) রোগ থাকলে রোগীকে রেফার করতে হবে।