নিওমাইসিন এন্ড ব্যাস্টিাসিন অয়েন্টমেন্ট ১০ গ্রাম | Neomycin and Bacitracin Ointment 10 g

নিওমাইসিন & বেসিট্রাসিন ত্বকের মলম। নিওমাইসিন এন্ড ব্যাস্টিাসিন অয়েন্টমেন্ট ১০ গ্রাম | Neomycin and Bacitracin Ointment 10 g.(নিওমাইসিন & বেসিট্রাসিন ত্বকের মলম, ১০ গ্রাম)

 

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • (১) আগুনে পোড়া বা বিদ্যুৎস্পৃষ্টতার কারণে সৃষ্ট ক্ষত
  • (২) জীবাণু দ্বারা সৃষ্ট ক্ষত
  • (৩) শরীরে কোথাও কেটে গেলে
  • (৪) ত্বকের প্রদাহ।

ব্যাবহার বিধিঃ

  • দিনে ২ থেকে ৩ বার – ৫ থেকে ৭ দিন ক্ষত স্থানে ব্যবহার করতে হবে।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) চোখ
  • (২) মুখগহব্বর
  • (৩) যৌনী পথ।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • এই নির্দৃষ্ট ঔষধে এলার্জি যেমন ত্বকে র‍্যাস বা ফুসকুড়ি, ত্বক লালচে হয়ে যাওয়া, চুলকানি।

সাবধানতাঃ

  • এটি একটি এন্টিবায়োটিক ঔষধ সুতরাং নিয়ম মত ব্যবহার করতে হবে।

মন্তব্যঃ

  • শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top