Metronidazole Tablet, 400 mg (মেট্রোনিডাজল বড়ি, ৪০০ মিলিগ্রাম) । মেট্রোনিডাজোল ট্যাবলেট ৪০০ মি. গ্রা. | Metronidazole Tablet 400 mg
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- (১) আমাশয়
- (২) অতিরিক্ত সাদা স্রাব
- (৩) জরায়ুতে প্রদাহ বা ইনফেকশন
- (৪) লিভার অ্যাবসেস
- (৫) এ্যানোরবিক ইনফেকশন বা শরীরের ভিতরের প্রদাহ বা অক্সিজেন ছাড়াই সংঘটিত হয়।
সেবন মাত্রাঃ
- ৬ বছর থেকে ১২ বছর বয়স্ক শিশুদের ক্ষেত্রেঃ অর্ধেক (½) ট্যাবলেট ৮ ঘণ্টা পরপর বা দিনে ৩ বার – খাওয়ার পরে ৫ দিন সেব্য।
- প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেঃ ১টি ট্যাবলেট ৮ ঘন্টা পর পর দিনে ৩ বার। খাবার পরে ৫ দিন সেব্য।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- (১) গর্ভাবস্থায়।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) বমি বমি ভাব বা বমি।
- (২) অরুচি
- (৩) ধাতব স্বাদ বা মেটালিক টেস্ট
- (৪) কোষ্ঠকাঠিন্য।
সাবধানতাঃ
- এটি একটি এন্টিএ্যামিবিক ঔষধ। কোনভাবেই এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবেনা যে কয়দিন কিভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবেই খেতে হবে।
মন্তব্যঃ
- ঔষধ খাবার কারণে খাবারের স্বাভাবিক স্বাদ বদলে যেতে পারে এটাকে মেটালিকস বলে। ঔষধ খাওয়া শেষ হয়ে গেলে কয়েক দিনের মধ্যে আবার তা ঠিক হয়ে যায়।