হাইওসিন বিউটাইল ব্রোমাইড ট্যাবলেট ১০ মি. গ্রা. | Hyoscine Butylbromide Tablet 10 mg. Hyoscine Butyl Bromide Tablet, 10 mg (হাইয়োসিন বিউটাইল ব্রোমাইড বড়ি, ১০ মিলিগ্রাম)।
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- (১) তলপেটে ব্যথা; যেমন মাসিকের সময় অস্বাভাবিক ব্যথা।
- (২) গ্যাস্ট্রিক/ ডিওডেনাল আলসারের ব্যথা।
- (৩) মূত্রনালী মূত্রথলির ব্যথা। (৪) পিত্তশুল বা পিত্তাশয়ের ব্যাথা।
সেবন মাত্রাঃ
- ১ টি থেকে ২ টি বড়ি দিনে ৩ বার বা ৮ ঘন্টা পর পর সেব্য। ব্যথা কম হলে প্রয়োজনে অর্ধেক বড়িও খাওয়া যেতে পারে। ব্যথা কমে গেলে খাবার দরকার নেই। খালি পেটে খাওয়া ভাল।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- (১) কোষ্ঠকাঠিন্য।
- (২) বয়স্ক পুরুষ যাদের প্রোষ্টেট বেড়ে যাওয়ায় প্রস্রাব বেধে বেধে হয়।
- (৩) গ্লুকোমা বা চোখের উচ্চচাপ।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) বমি বমি ভাব
- (২) পেটে অস্বস্তি বোধ হওয়া
- (৩) কোষ্ঠকাঠিন্য
- (৪) মুখ শুকিয়ে যাওয়া।
- (৫) চোখে ঝাপসা দেখা।
- (৬) প্রসাব করতে বেশী সময় লাগে।
সাবধানতাঃ
- বিশেষ কোন সাবধানতার প্রয়োজন নেই।
মন্তব্যঃ
- এন্টিবায়োটিক ঔষধের মতো নিয়ম না মানলেও খুব একটা অসুবিধা হয় না৷ এটি শরিরের নরম মাংসপেশীর সংকোচন বাধা সৃষ্টি করে ব্যথা কমতে সাহায্য করে।