প্যারাসিটামল সাসপেনশন ৬০ মি. লি. | Paracetamol Suspension 60 ml

প্যারাসিটামল সাসপেনশন। প্যারাসিটামল সাসপেনশন ৬০ মি. লি. | Paracetamol Suspension 60 ml. Paracetamol Suspension (120 mg / 5 ml) 60 ml ( প্যারাসিটামল সাসপেনশন, ১২০ মিলিগ্রাম / ৫ মিলিলিটার। ঔষধের পরিমান ৬০ মিলিলিটার)

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • (১) জ্বর
  • (২) যেকোনো ধরনের স্বল্প থেকে মাঝারি ব্যথা। যেমন- মাথাব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, দাঁত ব্যথা ইত্যাদি।

সেবন মাত্রাঃ

  • শিশুর বয়স ১ বছরের কম হলে প্যারাসিটামল বড়ি না খাইয়ে সাসপেনশন খাওয়ানো উত্তম। খালি পেটে খাওয়ানো যাবে না।
  • ৩ থেকে ৬ মাস বয়স পর্যন্তঃ আধা (½) চা-চামচ ৬ ঘন্টা পর পর বা দিনে ৪ বার। জ্বর বা ব্যথা বেশি হলে ৪ ঘণ্টা পরপর বা দিনে ৬ বার।
  • ৬ মাস থেকে ১ বছর পর্যন্তঃ ১ চা-চামচ ৬ ঘন্টা পর পর বা দিনে ৪ বার। জ্বর বা ব্যথা বেশি হলে ৪ ঘণ্টা পরপর বা দিনে ৬ বার।
  • ১ বছর থেকে ৬ বছর পর্যন্তঃ ২ চা-চামচ ৬ ঘন্টা পর পর বা দিনে ৪ বার। জ্বর বা ব্যথা বেশি হলে ৪ ঘণ্টা পরপর বা দিনে ৬ বার।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) কিডনি কার্যকর হলে।
  • (২) লিভার বা যকৃৎ এর কোন রোগ হলে।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • (১) খালি পেটে খাওয়ালে পেটে ব্যথা হতে পারে।

সাবধানতাঃ

  • (১) খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে খেতে হবে।
  • (২) জ্বর ১০০ ডিগ্রী ফারেনহাইট এর বেশি না হলে ঔষধ না খাওয়াই ভালো।

মন্তব্যঃ

  • এন্টিবায়োটিক এর ক্ষেত্রে যেমন খুব নিয়ম মেনে চলতে হয় এক্ষেত্রে তেমনটি নয় সমস্যা কমে গেলে এটির ডোজ কমানো যায় বা বন্ধ করে দেওয়া যায়।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top