Penicillin-V Tablet, 250 mg (পেনিসিলিন-ভি বড়ি, ২৫০ মিলিগ্রাম) পেনিসিলিন-ডি ট্যাবলেট ২৫০ মি. গ্রা. | Penicillin V Tablet 250 mg
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহ বা ইনফেকশন।
- (১) শ্বাসতন্ত্র (যেমন-নিউমোনিয়া)
- (২) গলা
- (৩) টনসিল (যেমন-টনসিলাইটিস)
- (৪) ত্বক। এ ছাড়াও
- (৫) বাতজ্বর।
সেবন মাত্রাঃ
- ১ বছর থেকে ৫ বছর বয়স পর্যন্তঃ অর্ধেক (½) বড়ি ৬ ঘন্টা পর পর বা দিনে ৪ বার।
- ৫ বছর থেকে ১২ বছর বয়স পর্যন্তঃ ১ টি বড়ি ৬ ঘন্টা পর পর বা দিনে ৪ বার।
- প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রেঃ ১ টি বা ২ টি বড়ি ৬ ঘন্টা পর পর বা দিনে ৪ বার। ঔষধটি খালি পেটে সেবন করা ভালো।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- (১) হাইপারসেনসেটিভিটি বা সংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) বমি বমি ভাব বা বমি হওয়া।
- (২) পাকস্থলীর অস্বাচ্ছন্দ্য।
- (৩) ডায়রিয়া
- (৪) এনার্জি যেমন, ত্বকে ফুসকুড়ি, লালচে বর্ণ ধারণ, চুলকানি।
- (৫) মাথাধরা।
সাবধানতাঃ
- (১) এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ কোনভাবেই খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবেই খেতে হবে।
- (২) রোগীকে জিজ্ঞাসা করতে হবে এই ধরনের কোন ঔষধ খাবার কারণে পূর্বে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কিনা। ওষুধের কারণে পাশ্ব-প্রতিক্রিয়া হলে এটি সেবন করা যাবে না।
- (৩) ঔষধের মেয়াদ ঠিক আছে কিনা তা দেখে নিতে হবে।
মন্তব্যঃ
- ঔষধটি বেশিদিন ব্যবহার প্রয়োজন হতে পারে, তবে সেবাদানকারী একবারে সর্বোচ্চ ৫ দিনের জন্য দিতে পারেন।