কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অধীনে ব্যবস্থাপনা পরিচালক বরাবর যোগদানপত্রের নমুনা। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে যোগদানপত্ৰ ৷ যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, স্বাস্থ্য সেবা বিভাগের গত ০৩.১২.২০২৪ খ্রিঃ ৪৫.০০.০০০০.১৭৬.০১৫.০৬৬.১৯(অংশ-১)-২১৪ নং সরকারী আদেশ (জি. ও.) এবং স্বাস্থ্য সেবা বিভাগের ১৫.১২.২০২৪ খ্রিঃ ৪৫.০০.০০০০.১৭৬.০১৫.০৬৬.১৯(অংশ-১)-২২১ নং পত্র আলোকে আমি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে অদ্য ১৫.১২.২০২৪ খ্রিঃ পূর্বাহ্নে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অনুকূলে আমার যোগদানপত্র দাখিল করলাম। অতএব, আমার যোগদানপত্র গ্রহনের জন্য মহোদয়ের নিকট বিনীতভাবে অনুরোধ করছি।
সংযুক্তিঃ প্রথম চাকুরীতে যোগদানের নিয়োগপত্র ও যোগদানপত্র।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে যোগদানপত্ৰ
স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অধীনে ব্যবস্থাপনা পরিচালক বরাবর যোগদানপত্র নমুনা