বেনজয়িক & স্যালিসাইলিক এসিড মলম। বেনজয়িক & স্যালিসাইলিক এসিড অয়েন্টমেন্ট ১০০০ গ্রাম | Compound Benzoic Acid Ointment 1.0 kg। Benzoic & Salicylic Acid Ointment – 1 kg (বেনজয়িক & স্যালিসাইলিক এসিড মলম – ১ কেজি)। এটি ৬% বেনজয়িক এসিড এবং ৩% স্যালিসাইলিক এসিড এর মিশ্রণে তৈরি অয়েন্টমেন্ট।
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- (১) দাগ ও অন্যান্য ছত্রাকের সংক্রমণ।
ব্যবহারের নিয়মঃ
- দিনে ২ থেকে ৩ বার আক্রান্ত স্থানে ২ থেকে ৪ সপ্তাহ ব্যবহার করতে হবে। লাগানোর পূর্বে আক্রান্ত স্থান হালকা গরম পানিতে ধুয়ে এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- (১)কাটা জায়গা।
- (২) চোখ।
- (৩) মুখগহবর।
- (৪) যোনিপথ।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) ব্যবহারের স্থানে জ্বালাপোড়া।
- (২) প্রদাহ বা ইনফ্লামেশনর কারণে আক্রান্ত স্থান লালচে বর্ণ হওয়া।
- (৩) চুলকানি।
সাবধানতাঃ
- যদি নির্দিষ্ট এই ঔষধটিতে এলার্জি বা পার্শ্ব-প্রতিক্রিয়া হয় তাহলে এটি ব্যবহার করা যাবে না।
মন্তব্যঃ
- শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।