অ্যালবেন্ডাজল ট্যাবলেট ৪০০ মি.গ্রা | Albendazole Tablet 400 mg (Chewable)

অ্যালবেন্ডাজল চুষে খাবার বড়ি। Albendazole Chewable Tablet 400 mg। (অ্যালবেন্ডাজল চুষে খাবার বড়ি ৪০০ মিলিগ্রাম)।

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • (১) কেঁচো কৃমি ওয়ার্ম
  • (২) বক্রকৃমি বা হুক ওয়ার্ম
    (৩) সুতা কৃমি বা পিন ওয়ার্ম বা থ্রেড ওয়ার্ম।

সেবন মাত্রাঃ

  • ১ টি ট্যাবলেট ১ বার চুষে খাবে। ভরা পেটে সেব্য।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) গর্ভাবস্থায়।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • (১) বমি বমি ভাব বা বমি হওয়া।
  • (২) পাকস্থলীর অস্বাচ্ছন্দ্য ও পেটে ব্যথা।
  • (৪) ডাইরিয়া।

সাবধানতাঃ

  • ২ বছরের নিচের শিশুকে এ্যালবেন্ডাজল বড়ি না দিয়ে এ্যালবেন্ডাজল সাসপেনশন দিতে হবে।

মন্তব্যঃ

  • (১) প্রতি ৬ মাসে একবার খাওয়া ভাল।
  • (২) স্বাস্থ্য বিভাগের (এন এন এস পরিচালিত) কর্মসূচির আওতায় ৬ মাস অন্তর, ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের ১ টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এ ছাড়া (সিডিসি পরিচালিত) কর্মসূচির আওতায় ৬ মাস অন্তর, ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ১ টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top