এন্টাসিড ট্যাবলেট ৬৫০ মি.গ্রা | Antacid Tablet 650 mg (Chewable) এন্টাসিড চুষে খাবার বড়ি। Antacid Chewable Tablet, 650 mg ( এন্টাসিড চুষে খাবার বড়ি, ৬৫০ মিলিগ্রাম। ঔষধটিতে থাকে এ্যলুমিনিয়াম হাইড্রোক্সাইড ২৫০ মিলিগ্রাম ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ৪০০ মিলিগ্রাম।)
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- (১) পেপটিক আলসার।
- (২) আতিরক্ত আম্ল নিঃসরণ (হাইপারএসিডিটি)
- (৩) গলা বুক জ্বালাপোড়া (হার্ট বার্ন)
- (৪) ক্ষুধামন্দা
- (৫) টক ঢেকুর উঠা।
সেবন বিধিঃ
- ১-২ টা বড়ি দিনে ৩ থেকে ৪ বার চুষে খাবে (খাওয়ার আধা ঘন্টা পূর্বে আথবা ১ ঘন্টা পরে)।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- (১) পাতলা পায়খানা
- (২) কোষ্ঠকাঠিন্য
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) ক্ষুধামন্দা
- (২) পাতলা পায়খানা
- (৩) কোষ্ঠকাঠিন্য।
সাবধানতাঃ
- বিশেষ কোনো সাবধানতার প্রয়োজন নেই। ঔষধের পরিমাণ একটু কম বেশি হলে তেমন অসুবিধা হয় না।
মন্তব্যঃ
- এন্টিবায়োটিক এর ক্ষেত্রে যেমন খুব নিয়ম মেনে চলতে হয় এক্ষেত্রে তেমনটি নয় সমস্যা কমে গেলে এটির ডোজ কমানো যায় বা বন্ধ করে দেওয়া যায়।