অ্যামোক্সিসিলিন ড্রাই সিরাপ ১০০ মিলিলিটার। Amoxicillin Dry Syrup (125 mg/5 ml) 100 ml. Amoxicillin Dry Syrup (125 mg / 5 ml) – 100 ml ( এমোক্সিসিলিন ড্রাই সিরাপ ১২৫ মিলিগ্রাম/ ৫ মিলিমিটার) – ১০০ মিলিলিটার।
যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবেঃ
- বিভিন্ন ধরনের সংক্রামন বা প্রদাহ বা ইনফেকশন।
- (১) শ্বাসতন্ত্র (যেমন- নিউমোনিয়া)
- (২) মধ্য কর্ন
- (৩) সাইনাস (যেমন- সাইনোসাইটিস)
- (৪) টনসিল (যেমন- টনসিলাইটিস)
- (৫) গলা
- (৬) মুত্রতন্ত্র।
সেবন মাত্রাঃ
- ২ মাস থেকে ১২ মাস বয়সের শিশুদের জন্যঃ ১ চামচ করে ৮ ঘন্টা পর পর অর্থাৎ দিনে ৩ বার – ৫ দিন সেব্য।
- ১২ মাস থেকে ১২ বছর বয়সের শিশুদের জন্যঃ ১ থেকে ২ চামচ করে ৮ ঘন্টা পর পর অর্থাৎ দিনে ৩ বার – ৫ দিন সেব্য।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- (১) ঔষধের সংবেদনশীলতা বা এলার্জি থাকলে (পেনিসিলিনে এলার্জি থাকা রোগীদের দেয়া যাবে না।)
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) এলার্জি যেমন ত্বকে ফুসকুড়ি, লালচে বর্ণ ধারণ, চুলকানি
- (২) বমি বমি ভাব অথবা বমি হওয়া।
- (৩) পাকস্থলীর অস্বাচ্ছন্দ্য।
- (৪) ডাইরিয়া।
- (৫) মাথাধরা।
সাবধানতাঃ
- (১) প্রদান / ব্যবহারের পূর্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। কোনভাবেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহার করা যাবে না।
- (২) সঠিকভাবে ঔষধটি নিরাপদ পানিতে গুলিয়ে নিতে হবে।
- (৩) প্রতিবার ব্যবহারের পূর্বে ঔষধটি হালকাভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে মিশে যায়।
- (৪) ঔষধ দেওয়ার আগে মা/ অভিভাবকে জিজ্ঞাসা করুন পূর্বে এই ধরনের ঔষধ খাওয়ানো হয়েছে কি না। যদি খাওয়ানো হয়ে থাকে তাহলে কোন প্রকার এলার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কি না।
- (৫) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ কোন ভাবেই এটি খাওয়ার নিয়মের ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে পরামর্শ দেয়া হয়েছে, সে কয়দিন সেভাবেই খাওয়াতে হবে।
- (৬) ঔষধ গোলানোর পর ৭ দিনের বেশি রাখা যাবেনা।
মন্তব্যঃ
- (১)পার্শ্বপ্রতিক্রিয়া গুলি সামরিক ঔষধ খাওয়া বন্ধ করার পর ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
- (২) অবস্থার উন্নতি না হলে রোগীকে দেখুন রেফার করে দিতে হবে।