বেনজাইল বেনজয়েট এপ্লিকেশন | Gentian Violet Topical Solution 2% 10 ml

বেনজাইল বেনজয়েট এপ্লিকেশন । Benzyl Benzoate Application (25% W/V) 100 ml ।(বেনজাইল বেনজয়েট এপ্লিকেশন, ২৫%, ১০০ মিলি)।

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • (১) স্ক্যাবিস এর কারণে চুলকানি।

ব্যবহারের নিয়মঃ

  • এটি খাবার ঔষুধ নয়। শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। প্রথম দিন ঔষধটি শরীরে লাগানোর পূর্বে ভালো করে গোসল করে শরীর শুকিয়ে নিতে হবে। পরপর ৩ দিন ২ বার করে (সকালে ও রাতে) মুখমন্ডল ব্যতীত সারা গায়ে লাগাতে হবে। চতুর্থ দিনে ভালো করে গোসল করতে হবে। প্রথম এবং চতুর্থ দিনের মধ্যবর্তী দিনগুলোতে গোসল করা যাবে না। বাড়ির আক্রান্ত সবাই একই সাথে ঔষধটি ব্যবহার করবে। চতুর্থ দিনে জামা-কাপড়, চাদর, কাঁথা, মশারি ইত্যাদি সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১)কাটা জায়গা।
  • (২) চোখ।
  • (৩) মুখমন্ডল।
  • (৪) যোনিপথ।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • (১) শরীর জ্বালাপোড়া করতে পারে।
  • (২) এলার্জি যেমন, ত্বকে ফুসকুড়ি ও লালচে বর্ণ ধারণ করতে পারে।

সাবধানতাঃ

  • কোনো ভাবেই মুখে খাওয়া যাবে না।

মন্তব্যঃ

  • এটি একটি দুর্গন্ধযুক্ত। ব্যবহারের পর কাপড়-চোপড়, বিছানা-পত্র সবকিছু ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top