কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের জন্য ১৩, ১৪৯ টি পদ সৃজনের পৃষ্ঠাংকনকৃত জি ও

স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট’ এর সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের নিমিত্ত কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের যোগদান ।
সূত্রঃ

  • (ক) স্বাস্থ্য সেবা বিভাগের পত্র নং- ৪৫.০০.০০০০.১৭৬.০১৫.০৬৬.১৯(অংশ-১)-২১৪ , তারিখঃ ০৩.১২.২০২৪ খ্রিঃ।
  • (খ) স্বাস্থ্য সেবা বিভাগের পত্র নং- ৪৫.০০.০০০০.১৭৬.০১৫.০৬৬.১৯(অংশ-১)-২২১, তারিখঃ ১৫.১২.২০২৪ খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন “Revitalization of Community Health Care Initiatives in Bangladesh (RCHCIB)” শীর্ষক প্রকল্প এবং “Community Based Health Care (CBHC)” শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় কর্মরত জনবল ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট’-এর সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের নিমিত্ত ০৮ ক্যাটাগরির মোট ১৩,৯৪৯ (তেরো হাজার নয়শত ঊনপঞ্চাশ)টি পদ ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট’ এর সাংগঠনিক কাঠামোতে অস্থায়ীভাবে সৃজনে অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাংকনকৃত সরকারি আদেশটি (জি. ও.) বিধি-মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সূত্রোক্ত ‘খ’ স্মারকে নির্দেশনা প্রদান করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা মোতাবেক ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট’-এর সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের নিমিত্ত কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অনুকূলে ১৫.১২.২০২৪ তারিখে যোগদান করা প্রয়োজন। উল্লেখ্য, যোগদানপত্রের নমুনা এতদসঙ্গে সংযুক্ত করা হলো।

এমতাবস্থায়, স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা মোতাবেক ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট’-এর সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের নিমিত্ত কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের যোগদানপত্র ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 

সংযুক্তি : বর্ণনামতে ০৫ পাতা ।

স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের জন্য ১৩, ১৪৯ (তেরো হাজার নয়শত উনপঞ্চাশ)টি পদ সৃজনের পৃষ্ঠাংকনকৃত সরকারি আদেশের আলোকে ব্যবস্থা গ্রহণ। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ‘Revitalization of Community Health Care Initiatives in Bangladesh (RCHCIB)’ শীর্ষক প্রকল্প এবং ‘Community Based Health Care (CBHC)’ অপারেশনাল প্ল্যানের আওতায় কর্মরত জনবল ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট’-এ ন্যস্ত করার নিমিত্ত ০৮ (আট) ক্যাটাগরির ১৩,৯৪৯ (তেরো হাজার নয়শত উনপঞ্চাশ)টি পদ ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট’ এর সাংগঠনিক কাঠামোতে অস্থায়ীভাবে সৃজনে অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাংকনকৃত সরকারি আদেশটি (জি.ও.) বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদ্‌সঙ্গে প্রেরণ করা হলো।

 

সংযুক্তি :

  • (ক) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পত্র।
  • (খ) অর্থ বিভাগের সম্মতি পত্র।
  • (গ) পৃষ্ঠাঙ্কিত সরকারি আদেশ (জি. ও.)।

 

সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের জন্য ১৩, ১৪৯ টি পদ সৃজনের পৃষ্ঠাংকনকৃত জি ও

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top