সিএইচসিপি এসোসিয়েশন রংপুর শাখা মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ২৮/৯/২৩ইং বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন রংপুর বিভাগীয় শাখা উদ্যোগে আমাদের বর্তমান সিএইচসিপি দের সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা/জেলা/ নেতৃবৃন্দ গনের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রংপুর সিভিল সার্জন হল রুমে।

 

সিএইচসিপি এসোসিয়েশন রংপুর শাখা মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

382233516-319564380754249-2262037343280440692-n

 

আলোচনা সভায় উপস্থিত অধিকাংশ নেতৃবৃন্দ মতামতের ভিত্তিতে নিম্ম লিখিত সিদ্ধান্ত গৃহিত হয়ঃ-

  • আলোচনা শুরুতে জাতিসংঘে কমিউনিটি ক্লিনিক “দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ” স্বীকৃতি ও ব্রাউন ইউনিভার্সিটি সম্মাননা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে রংপুর বিভাগের সকল সিএইচসিপির পক্ষে থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
  • সদ্য নিয়োগপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকর্মী মৃত্যুতে শোক প্রকাশ ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন।
  • ফাইল দ্রুত এগিয়ে নেওয়া জিও জারি করতে যা করনীয় তা করা
  • এই লক্ষ্য এ সপ্তাহে জেলা ও উপজেলা সমূহ মিটিং শেষ করা।
  •  সিএইচসিপির কল্যান তহবিল এ সপ্তাহের মধ্যে গঠন করা
  • আস্থা সচ্ছতা বিশ্বস্ততা নিয়ে সামনের কাজগুলো সম্পন্ন করা জন্য অঙ্গীকারবদ্ধ ।
  • সারাদেশের সকলের সিএইচসিপির দীর্ঘায়ু কামনা করে সভা শেষ করা হয়।

 

384274036-319564497420904-275162097680597880-n

 

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top