অ্যামোক্সিসিলিন ক্যাপসুল ২৫০ মিলিগ্রাম | Amoxicillin Capsule 250 mg

অ্যামোক্সিসিলিন ক্যাপসুল ২৫০ মিলিগ্রাম বিস্তারিত আলোচনা। Amoxicillin Capsule 250 mg ।

যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • বিভিন্ন ধরনের সংক্রামন বা প্রদাহ বা ইনফেকশন।
  • (১) শ্বাসতন্ত্র ( যেমন- নিউমোনিয়া)
  • (২) মুখ ও মুখগহ্বর
  • (৩) কান, নাক ও গলা
  • (৪) পিত্তথলি
  • (৫) মূত্রতন্ত্র
  • (৬) ত্বক।

সেবন মাত্রাঃ

  • ১২ বছরের বেশি বয়সের জন্য প্রযোজ্যঃ ২৫০ মিলিগ্রাম এর ১ টি অথবা ২ টি ক্যাপসুল প্রতিদিন ৩ বার অর্থাৎ ৮ ঘন্টা পর পর ৫ দিন সেব্য।
  • খাওয়ার আগে বা পরে যেকোনো সময় সেবন করা যায়।
  • ওজন ৪০ কেজির কম হলে ২৫০ মিলিগ্রাম এর ১ টি ক্যাপসুল এবং
  • ৪০ কেজির বেশি হলে ২ টি ক্যাপসুল ৮ ঘণ্টা পর পর।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) এই ঔষধটিতে এলার্জি বা সংবেদনশীলতা এবং পার্শ্ব-প্রতিক্রিয়া।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • (১) এলার্জি যেমন ত্বকে ফুসকুড়ি, লালচে বর্ণ ধারণ, চুলকানি
  • (২) বমি বমি ভাব অথবা বমি হওয়া।
  • (৩) পাকস্থলীর অস্বাচ্ছন্দ্য।
  • (৪) ডাইরিয়া।
  • (৫)মাথাধরা।

সাবধানতাঃ

  • (১) প্রদান/ব্যবহারের পূর্বে ঔষদের মেয়াদ দেখে নিতে হবে।
  • (২) ওষুধ দেওয়ার আগে রোগীকে জিজ্ঞাসা করুন এর আগে এই ধরনের ওষুধ খেয়েছিলেন কি না। যদি খেয়ে থাকেন তাহলে কোন প্রকার এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কি না।
  • (৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ কোনভাবেই এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবেনা। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সেই কয়দিন সেভাবেই খেতে হবে।

মন্তব্যঃ

  • (১)পার্শ্বপ্রতিক্রিয়া গুলি সামরিক ঔষধ খাওয়া বন্ধ করার পর ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
  • (২) অবস্থার উন্নতি না হলে রোগীকে দেখুন রেফার করে দিতে হবে।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top