সিএইচসিপিদের কল্যাণ ফান্ডে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে

কল্যাণ ফান্ড কালেকশন করা হচ্ছে এটা সকল সি এইচসিপিদের অংশগ্রহণ জরুরী। আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।ইতি মধ্যে আপনাদের সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বন্যার্তদের সাহায্যে, মৃত সহকর্মী এবং অনেক অসুস্থ সহকর্মীদেরকে সকল সিএইচসিপি ভাই-বোনদের পক্ষ থেকে সহায়তা করতে সক্ষম হয়েছি। তাই সকল উপজেলা/জেলা/বিভাগের নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আমরা খুব ক্রান্তিকাল অতিবাহিত করতেছি, যা বলার ভাষা নেই।

সিএইচসিপিদের কল্যাণ ফান্ডে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে

কেন টাকা দিবেন কল্যাণ ফান্ডে?

  • বিগত বছরে আমরা বিভিন্ন সহকর্মী কে মৃত্যুর পরে ফান্ড কালেকশন করে দেওয়ার চেষ্টা করেছি।
  • এই ফান্ড সকল সি এইচ সি পি দের কল্যানের জন্য। আজ আমার ও মৃত্যু হতে পারে পরে খুব দ্রুত একটু সাহায্য আমারই কাজে আসবে।
  • কেন্দ্রীয় কিছু খুটি নাটি কাজ থাকে তার জন্য এই ফান্ড কাজে লাগবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলের সামগ্রিক কল্যাণে সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ বিভাগের নেতৃবৃন্দগণকে নিয়ে গত ২৬/১১/২৪ইং উপরস্থ পর্যায়ে বৈঠক করি। পরবর্তীতে আমরা উপস্থিত সকলে আলাপ-আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, আমাদের এই মুহুর্তে কিছু আর্থিক সহায়তার প্রয়োজন।

তাই আমাদের কল্যাণ ফান্ডের জন্য সকল সিএইচসিপি থেকে আপাতত প্ৰতিজন পাঁচশত টাকা করে উত্তোলন করে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক একাউন্টে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো, স্ব স্ব উপজেলার সভাপতি/সম্পাদক/প্রতিনিধির মাধ্যমে।

উপজেলার প্রতিনিধিনগণ অর্থ পাঠানোর পরে অবশ্যই জেলা সভাপতি/সম্পাদকগণকে ডকুমেন্টস সহ অবগত করবেন। সকল জেলা প্রতিনিধিগণ বিভাগের নেতৃবৃন্দগণ সকল ডকুমেন্টসগুলো জমা দিবেন। অতীতে ও বর্তমানে আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতে সিএইচসিপিদের কল্যাণে আপনাদের সহযোগিতা অবিস্মরণীয় হয়ে থাকবে।

নাজমূল মোড়ল

সিএইচসিপি

কয়রা, খুলনা।

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top