আমরা অতীব দুঃখের সংগে জানাচ্ছি যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের আওতায় শরীয়তপুর জেলাধীন ভেদরগঞ্জ উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের সাবেক ০৩ নং ওয়ার্ডের বাহেরচর কদমতলী কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), জনাব জান্নাতুল ফেরদাউস অগ্নাশয়ের ইনফেকশনে, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৬/১১/২০২৪ ইং তারিখ আনুমানিক বেলা ১১.৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর।
সিএইচসিপি জনাব জান্নাতুল ফেরদাউস মৃত্যুবরণ করেছেন
কর্মজীবনে তিনি একজন সৎ, দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ ও নিষ্ঠাবান কর্মচারী ছিলেন এবং সহকর্মীদের নিকট প্রিয়ভাজন ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাভিভূত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সংগে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুনাময় আল্লাহ তার পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি প্রদান করেন সেজন্য প্রার্থনা জানাচ্ছি।