কো-ট্রাইমোক্সাজোল ট্যাবলেট ৯৬০ মি.গ্রা. | Co-trimoxazole Tablet 960 mg

কো-ট্রাইমোক্সাজোল ট্যাবলেট ৯৬০ মি.গ্রা. | Co-trimoxazole Tablet 960 mg. Cotrimoxazole Tablet, 960 mg
(কো-ট্রাইমোক্সজোল বড়ি, ৯৬০ মিলিগ্রাম)।

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহ বা ইনফেকশন।
  • (১) শ্বাসতন্ত্র (যেমন- নিউমোনিয়া)
  • (২) মূত্রতন্ত্র
  • (৩) পরিপাকতন্ত্র (যেমন- পাতলা পায়খানা)।
  • (৪) ত্বক। এছাড়াও
  • (৫) টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর।
  • (৬) গনোরিয়া।

সেবন মাত্রাঃ

  • প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেঃ ১টি ট্যাবলেট দিনে ২ বার বা ১২ ঘণ্টা পর ৫ দিন সেব্য।
  • ৬ থেকে ১২ বছর বয়স্কদের ক্ষেত্রেঃ অর্ধেক (১/২) ট্যাবলেট দিনে ২ বার বা ১২ ঘন্টা পর পর ৫ দিন সেব্য। খাওয়ার পরে খাওয়া উত্তম।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) গর্ভকালীন সময়
  • (২) অকার্যকর কিডনি ও লিভার সমস্যা।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • (১) বমি বমি ভাব ও বমি হওয়া।
  • (২) ক্ষুধামন্দা।
  • (৩) এলার্জির কারণে ত্বকে চুলকানি বা দাগ হওয়া।

সাবধানতাঃ

  • (১) এটি একটি কেমোথেরাপিউটিক ঔষধ। কোনভাবেই এটি খাবার নিয়মের ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবেই খেতে হবে।
  • (২) গর্ভকালীন সময়ে কোনভাবেই ওষুধ খাওয়া যাবে না।
  • (৩) বেশি পানি খেতে হবে।
  • (৪) রোগীকে জিজ্ঞাসা করতে হবে, এই ধরনের কোন ঔষধ খাবার কারণে পূর্ব কোন এলার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কিনা।
  • (৫) এলার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ঔষধ বন্ধ করে রোগীকে উচ্চতর পর্যায়ে রেফার করতে হবে।

মন্তব্যঃ

  • (১) বড়ি ভেঙ্গে বাচ্চাদেরকে দিতে হলে পরিমাণের ব্যাপারে সতর্কতা অবশ্যক।
  • (২) বাচ্চা রোগীদেরকে এই ঔষধটি না দিয়ে কো-ট্রিমক্সাজল (১২০ মিলিগ্রাম) ট্যাবলেট দেওয়া ভালো। এতে বড়ি ভাঙ্গার প্রয়োজন হবে না।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top