ক্লোরামফেনিকল চোখের ড্রপ। ক্লোরামফেনি কল আই ড্রপ ০.৫% ১০ মি.লি. | Chloramphenicol Eye Drop 0.5% 10 ml.
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- (১) চোখের প্রদাহ বা চোখ ওঠা বা কনজাংটিভাইটিস
- (২) চোখ লাল হয়ে যাওয়া।
ব্যবহার বিধিঃ
- ৩ ফোঁটা করে ২ থেকে ৪ ঘণ্টা পরপর প্রতিদিন ৫ থেকে ৬ বার চোখে ব্যবহার করতে হবে। ৭ দিনের বেশি ব্যবহার করা যাবে না।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- অতিসংবেদনশীলতা বা হাইপারসেনসিটিভিটি।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
সাবধানতাঃ
- যদি এই নির্দিষ্ট ঔষধটিতে এলার্জি থাকে তবে ব্যবহার করা যাবে না।
মন্তব্যঃ
- এটি শুধুমাত্র চোখে ব্যবহারের জন্য।