ফেরাস ফিউমারেট এন্ড ফলিক এসিড ট্যাবলেট | Ferrous Fumarate and Folic Acid Tablet 200.4 mg. Ferrous Fumarate & Folic Acid Tablet, 200.4 mg (ফেরাস ফিউমারেট এন্ড ফলিক এসিড ট্যাবলেট, ২০০.৪ মিলিগ্রাম)। ঔষধটিতে আছে ফেরাস ফিউমারেট ২০০ মিলিগ্রাম এবং ফলিক এসিড ০.৪ মিলিগ্রাম।
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- (১) গর্ভকালীন
- (২) প্রসবোত্তর বা সন্তান দানকারী মা
- (৩) আয়রনের অভাবে রক্ত স্বল্পতা
- (৪) মুখ বা জিহ্বার ঘা দেখা দিলে।
সেবন মাত্রাঃ
- ১ বছর থেকে ৪ বছর বয়স পর্যন্তঃ অর্ধেক (½) ট্যাবলেট দিনে ২ বার ১২ ঘন্টা পরপর।
- ৪ বছর থেকে ১২ বছর বয়স পর্যন্তঃ ১টি ট্যাবলেট দিনে ২ বার বা ১২ ঘন্টা পর পর।
- প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেঃ ১ টা ট্যাবলেট দিনে ৩ বার বা ৮ঘন্টা পর পর। ঔষধটি ভরা পেটে খাওয়া ভালো।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
- (১) কোষ্ঠকাঠিন্য
- (২) ডায়রিয়া।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) বমি বমি ভাব বা বমি
- (২) বুক জ্বালা
- (৩) ডায়রিয়া
- (৪) কোষ্ঠকাঠিন্য।
সাবধানতাঃ
- বিশেষ কোনো সাবধানতার প্রয়োজন নেই। ঔষধের পরিমাণ একটু কম বেশি হলে তেমন অসুবিধা হয়না। মল কালো হতে পারে এটা স্বাভাবিক।
মন্তব্যঃ
- (১) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে সাহায্য করে এই জন্য ঔষধটি দীর্ঘদিন খাওয়া যায়।
- (২) মুখে বা জিহবায় ঘা হলে ভিটামিন বি কমপ্লেক্স এর সাথে খাওয়া যেতে পারে।
খুবই সুন্দর ঔষধের সাজেশন্স
অসংখ্য ধন্যবাদ আপনাকে, মন্তব্য করার জন্য।
গর্ভকালীন সময়ে দিনে কতবার সেবন করা যায়???
দিনে একটি করে। তবে ক্যালসিয়াম এবং ফেরাস ফিউমারেট এন্ড ফলিক এসিড ট্যাবলেট একত্রে সেবন করা যাবে না।
ধন্যবাদ