কো-ট্রাইমক্সজল বড়ি ১২০ মিলিগ্রাম | Co-trimoxazole Tablet 120 mg

Cotrimoxazole Tablet, 120 mg । (কো-ট্রাইমক্সজল বড়ি, ১২০ মিলিগ্রাম)।

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • বিভিন্ন ধরনের সংক্রমণ।
  • শ্বাসতন্ত্র (যেমন- নিউমোনিয়া) মূত্রতন্ত্র, পরিপাকতন্ত্র (যেমন- পাতলা পায়খানা), ত্বক ইত্যাদির সংক্রমণ।
  • এছাড়াও টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর গনোরিয়া ইত্যাদি।

সেবন মাত্রাঃ

  • ২ মাস থেকে ৬ মাস বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রেঃ ১টি বড়ি পানিতে গুলিয়ে ১২ ঘন্টা পর পর বা দিনে ২ বার – ৫ দিন সেব্য।
  • ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রেঃ ২টি বড়ি পানিতে গুলিয়ে ১২ ঘন্টা পর পর বা দিনে ২ বার- ৫ দিন সেব্য।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) গর্ভাবস্থায়
  • (২) অকার্যকর কিডনী ও লিভার সমস্যা।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • (১) বমি বমি ভাব ও বমি হওয়া
  • (২) ক্ষুধামন্দা
  • (৩) এলার্জির কারণে ত্বকে চুলকানি বা দাগ হওয়া।

সাবধানতাঃ

  • কোনভাবেই এটির খাবার নিয়মের ব্যতিক্রম করা যাবে না যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সেই কয়দিন সেভাবেই খেতে হবে।

মন্তব্যঃ

  • ঔষধটি খেতে একটু তিতা লাগে এজন্য গুলিয়ে খাবার জন্য এর সাথে একটু চিনি, মধু ইত্যাদি মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে দেওয়া যেতে পারে। ঔষধটির সাথে পানি বেশি খেতে হবে।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top