ক্লোরফেনিরামিন ট্যাবলেট ৪ মি. গ্রা | Chlorpheniramine Tablet 4 mg

ক্লোরফেনিরামিন ম্যালিয়েট বড়ি। Chlorpheniramine Tablet 4 mg । Chlorpheniramine Maleate Tablet, 4 mg
(ক্লোরফেনিরামিন ম্যালিয়েট বড়ি, ৪ মিলিগ্রাম)।

যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ

  • (১) চুলকানি
  • (২) সাধারণ সর্দি কাশি
  • (৩) পোকা মাকড়ের কামড়ের কারণে চুলকানি
  • (৪) মোশন সিকনেস বা ভ্রমণকালে বমি বমি ভাব।
  • (৫) এলার্জি জনিত কারণে পার্শ্ব প্রতিক্রিয়া।

সেবন মাত্রাঃ

  • ৬ বছর থেকে ১২ বছর বয়স্কদের ক্ষেত্রেঃ অর্ধেক (½) বড়ি দিনে ৩ বার বা ৮ ঘন্টা পরপর।
  • পূর্ণ বয়স্ক দের ক্ষেত্রেঃ ১ টি বড়ি দিনে ৩ বার বা ৮ ঘন্টা পর পর।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ

  • (১) জানা পার্শ্ব প্রতিক্রিয়া।ৎ
  • (২) গ্লুকোমা বা চোখের উচ্চচাপ।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

  • (১) তন্দ্রাচ্ছন্ন ঘুম ঘুম ভাব
  • (২) দুর্বল লাগা
  • (৩) মুখ ও গলা শুকিয়ে যাওয়া
  • (৪) চোখে ঝাপসা দেখা।

সাবধানতাঃ

  • ২ মাসের কম বয়সী শিশুদের ঔষধটি দেওয়া যাবে না।

মন্তব্যঃ

  • (১) ঘুম ঘুম ভাব হয় বিধায় যারা গাড়ি চালায় তাদের ক্ষেত্রে এই বিষয়ে সাবধান করে দেওয়া উচিত।
  • (২) ৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সিরাপ ব্যবহার করা ভালো।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top