মাঠ পর্যায়ে নিয়োগকৃত Paid Peer Volunteer (PPV) কার্যক্রম বন্ধ সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম (সিসিএসডিপি) অপারেশনাল প্ল্যানের আওতায় দূর্গম ও কম অগ্রগতি সম্পন্ন নির্বাচিত উপজেলাসমূহে LARC & PM কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সক্ষম যুব দম্পতিদের সংখ্যার ভিত্তিতে/ FWA এর শুন্য পদের বিপরীতে স্থানীয়ভাবে/উপজেলা নিয়োগ কমিটির মাধ্যমে কাজ নাই ভাতা নাই ভিত্তিতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদনক্রমে “পেইড পিয়ার ভলান্টিয়ার” নিয়োগ প্রদান করা হয়েছে। বর্তমানে ৩৬৮৬ জন্য Paid Peer Volunteer (PPV) কাজ নাই ভাতা নাই ভিত্তিতে কর্মরত আছে।
আগামী ৩০ জুন, ২০২৪ খ্রি: বর্তমান ওপি’র মেয়াদ শেষ হবে বিধায় আপনার জেলায় যে সকল উপজেলায় Paid Peer Volunteer ( PPV) এর কার্যক্রম চলমান আছে, তাহা ৩০ জুন, ২০২৪ খ্রি: তারিখের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য যে, ৩০ জুন, ২০২৪ খ্রি: তারিখের পর কোনভাবেই তাদের কার্যক্রম চলমান রাখা যাবে না। এমতাবস্থায়, আপনার জেলার যে সকল উপজেলায় Paid Peer Volunteer (PPV) এর কার্যক্রম চলমান আছে, আগামী ৩০ জুন, ২০২৪ খ্রি. তারিখ থেকে সে কার্যক্রম সমাপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ্সংগে অনুরোধ করা হলো।