জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখ্য যে, ইতোমধ্যেই ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এবং একই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভায় এইচপিডি ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট) শুরু হতে যাচ্ছে। ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং ১০-১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাবে। আপনি কি জানেন, জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫,০০০ জন নারী মারা যায়? মনে রাখবেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ডোজ এইচপিভি টিকাই যথেষ্ট।
বয়ঃসন্ধির সূচনা লগ্নেই ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এইচপিভি সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশে ১০-১৪ বছর বয়সী ছাত্রীদের সিংহভাগ ৫ম-৯ম শ্রেণি বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত, একারণে ১০ বছর বয়সী ছাত্রীদের ক্ষেত্রে ৫ম শ্রেণি ও ১১-১৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৬ষ্ঠ-৯ম শ্রেণির ছাত্রীদেরকে উদ্দিষ্ট জনগোষ্ঠী হিসেবে নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এইচপিডি টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করার পর পরবর্তী বছর থেকে শুধু মাত্র ৫ম শ্রেণি ছাত্রী এবং ১০ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীদেরকে একটি নির্দিষ্ট মাসে শিক্ষা প্রতিষ্ঠান বা নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।
এইচপিভি টিকা গ্রহণের প্রক্রিয়া
১ম ধাপঃ অনলাইনে নিবন্ধন
- প্রথমে এই পোর্টালের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ নম্বর ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।
২য় ধাপঃ কাঙ্ক্ষিত টিকাদান প্রোগামে নিবন্ধন করুন
- আপনার প্রোফাইলে থাকা টিকাদান তালিকা থেকে কাঙ্ক্ষিত টিকাটি নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে নিবন্ধন করুন।
৩য় ধাপঃ টিকা কার্ড ডাউনলোড
- টিকা কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন, টিকা গ্রহণের জন্য কার্ডটি আবশ্যক, কার্ডে থাকা গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ অনুসরণ করুন।
৪র্থ ধাপঃ টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করুন
- টিকা গ্রহণের জন্য টিকা কার্ডটি নিয়ে নির্ধারিত টিকা কেন্দ্রে যান। ভবিষ্যতে বিভিন্ন নাগরিক সেবা এবং টিকা পাওয়ার প্রমাণস্বরূপ টিকা কার্ডটি সংরক্ষণ করুন।
নিবন্ধন লিংকঃ https://vaxepi.gov.bd/
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম অক্টোবর ২০২৪
- চট্টগ্রাম বিভাগঃ কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, করাবাজার, খাগড়াছড়ি, বান্দরবান।
- রাজশাহী বিভাগঃ সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ।
- খুলনা বিভাগঃ যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ
- বরিশাল বিভাগঃ ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা।
- সিলেট বিভাগঃ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ।
- রংপুর বিভাগঃ পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম।
- ময়মনসিংহ বিভাগঃ শেরপুর, ময়মনসিংহ জামালপুর, নেত্রকোণা।
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম ২০২৪
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম অক্টোবর ২০২৪ খ্রি. ২য় সপ্তাহ (সম্ভাব্য) হতে পরবর্তী ৪ সপ্তাহ বা ১ মাস যাবত অনুষ্ঠিত হবে। দেশব্যাপী মোট ১৮দিন ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তন্মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তী ৮দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। উল্লেখ্য যে, ক্যাম্পেইন চলাকালীন সময় রুটিন ইপিআই টিকাদান সেশন প্ল্যান অনুযায়ী চলমান থাকবে এবং কমিউনিটি ক্লিনিক যথানিয়মে চলবে।
বিগত ক্যাম্পেইন সমূহের সাফল্যের সূত্র ধরে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪” এর বিশাল কার্যক্রমের সফলতা নির্ভর করছে সুষ্ঠু পরিকল্পনা ও বিভিন্ন পর্যায়ে সমন্বয়ের উপর। এজন্য জেলা এবং উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পেইন আয়োজনের পূর্বে সকলের সাথে সমন্বয় সভার আয়োজন করা জরুরী। নিম্নে বর্ণিত জেলার/ উপজেলার সমন্বয় সভার অর্থ ইপিআই সদর দপ্তর থেকে নিয়ম অনুযায়ী সিভিল সার্জন বরাবরে প্রেরণ করা হবে।