উপর্যুক্ত বিষয় ও সূত্রদ্বয়ের আলোকে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের, আওতাধীন “কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি)” এর আওতায় আপনার উপজেলাধীন কমিউনিটি ক্লিনিকে কর্মরত (২০২৩ সালে নতুন যোগদান কৃত সিএইচসিপি ব্যাতীত) সিএইচসিপিদের ১৫ ডিসেম্বর/২৪ হতে মার্চ/২৫ পর্যন্ত বেতন ভাতাদি স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর সরকারী হিসাব নম্বরে সোনালী ব্যাংক লিঃ এর মাধ্যমে প্রদান করা হবে।
সিএইচসিপি রায়হান আলী বলেন,
নতুন কষ্ট ও অনূভুতি ফিল করতে হবে। এবং কষ্ট ও হতাশা থেকে ফেসবুক লেখালেখি হচ্ছে। দয়া নতুন ভাই ও বোনদের আঘাত করে কমান্ট করবেন না দয়া করে। সিএইচসিপি একটা পরিবার তারাও ৯ মাস ধরে দায়িত্ব পালন আসতেছে স্বাভাবিক কষ্ট ও হতাশা কাজ করবে।মন্ত্রণালয় বিষয়টা সবার ধারণা এক নয় । নতুন পদ সৃজন সহ বেতন ভাতা দ্রুত সমাধানে কতৃপক্ষ বদ্ধপরিকর। ধৈর্য ধারন করে মোকাবেলা করা হবে।
রফিক নামে নতুন নিয়োগ প্রাপ্ত সিএইচসিপি বলেন,
একটা প্রতিষ্ঠান কিছু কর্মী বেতন পাবে আর কিছু কর্মী বেতন পাবে না এটা কোনভাবেই হতে পারে না। হয়ে যাবে, হবে, এসব সবকিছু হচ্ছে সাজানো গোছানো কথা। এই কথার মধ্যে চরম ফাঁকি বিদ্যমান, যেটা বিগত ১৩ বছর আমরা দেখেছি। আমরা কার্যকর পদক্ষেপ চাই, স্পষ্ট রোড ম্যাপ চাই। এক্ষেত্রে যদি কোন আইনি পদক্ষেপ নেয়া লাগে বড় ভাই হিসেবে আপনাদের পরামর্শ চাই।
সিএইচসিপি রুবাইয়া তাসনিম বলেন,
বেতন এক সাথে বন্ধ হলো, আন্দোলন এক সাথে হলো, কিন্তু লাভ সবার হলো না, নতুনদের পরিবার নেই, ঈদ ও নেই, বাহ্ বাহ্!!!
কমিউনিটি ক্লিনিকের কর্মীদের বেতন বরাদ্দ হলেও ২২ সালের নিয়োগ প্রাপ্তরা বেতন পাচ্ছে না
পদ শূন্য রেখে পদ সৃজন হয় না ভাই। আমরা স্পষ্ট ষড়যন্ত্রের শিকার। শূন্য পদ পূরন ব্যতীত জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সৃজনের অনুমতি দিবে না। যে স্বাস্থ্য মন্ত্রণালয় সব পদ পূরণ করার জন্য ফাইল ব্যাক দিলো, সে মন্ত্রণালয় কেন আবার যোগদান নিবে না। ১৫.১২.২৪ ইং তারিখে সকলের যোগদান নেওয়ার পরও কেন এখনো পর্যন্ত পদায়নের চিঠি করেনি? আমার এতো বড় সংগঠন তারা একবার সংগঠনের প্যাডে একটি চিঠিও পর্যন্ত দিলো না। এর সবই সন্দেহ জনক ভাই।অফিস থেকে স্পষ্ট জানতে পেরেছি সুযোগ থাকা স্বত্তেও কে বা কারা পদ পূরণে সায় দিচ্ছে না।