Salbutamol Syrup, (2 mg/5 ml) – 100 ml (সালব্যুটামল সিরাপ, ২ মি.গ্রা/৫ মিলি – ১০০ মিলি) ।
যে উপসর্গে বা রোগে ব্যবহার করতে হবেঃ
- (১) শ্বাসকষ্ট বা হাঁপানি বা এ্যাজমা।
- (২) নিউমোনিয়া এবং অন্যান্য ফুসফুসের প্রদাহ বা ইনফেকশন যেমন- ব্রংকিউলাইটিস।
সেবন মাত্রাঃ
- ২ মাস থেকে ৬ মাস বয়স পর্যন্তঃ আধা (½) চা চামচ ৬ থেকে ৮ ঘন্টা পর পর বা দিনে ৩ বার।- ৫ দিন সেব্য।
- ৬ মাস থেকে ১ বছর বয়স পর্যন্তঃ ১ চা চামচ ৬ থেকে ৮ ঘন্টা পর পর বা দিনে ৩ বার।- ৫ দিন সেব্য।
- ১ বছর থেকে ৬ বছর বয়স পর্যন্তঃ ১ থেকে দেড় চা চামচ ৮ ঘন্টা পর পর বা দিনে ৩ বার।- ৫ দিন সেব্য।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাঃ
(১) দ্রুত হৃদস্পন্দন (বুক ধড়ফড়ানি) (২) অস্থিরতা (৩) হাত পা কাঁপা।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
- (১) দ্রুত হৃদস্পন্দন (বুক ধড়ফড়ানি)
- (২) অস্থিরতা
- (৩) হাত পা কাঁপা।
সাবধানতাঃ
- রোগীর শ্বাসকষ্ট বেশি হলে দ্রুত রেফার করে দিতে হবে।
মন্তব্যঃ
- শ্বাসকষ্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত ঔষধটি দিবেন না।