কমিউনিটি ক্লিনিকে সেবাদান – উপস্থিতি এবং হাজিরা খাতায় স্বাক্ষর সংক্রান্ত বিজ্ঞপ্তি

কমিউনিটি ক্লিনিকে নিয়মিত সেবাদানকারী ব্যতীত বেসরকারী ও অন্যান্য কর্মীর উপস্থিতি এবং হাজিরা খাতায় স্বাক্ষর প্রদান প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কমিউনিটি ক্লিনিকে নিয়োগের নামে বিভিন্ন মাধ্যমে নানা ধরণের ভুয়া বিজ্ঞপ্তি প্রচারিত হচ্ছে। যার ফলে স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং চাকুরী প্রার্থীগণ প্রতারিত হচ্ছেন। ইতোপূর্বে এতদ্বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে। যেহেতু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অনুমতি সাপেক্ষে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ প্রদান করা হয়ে থাকে। সে ক্ষেত্রে এ সকল নিয়োগ বিজ্ঞাপন ও সংস্থার সাথে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের কোনরূপ সম্পর্ক নেই।

এরই প্রেক্ষিতে নিম্ন স্বাক্ষরকারীর নির্দেশনা হচ্ছে,

  • কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ কমিউনিটি ক্লিনিকের পূর্ণকালীন সেবাদানকারী,
  • যিনি শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত কমিউনিটি ক্লিনিকে সকাল ৯:০০ টা হতে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত উপস্থিত থেকে আগত রোগীদের সেবা প্রদান করবেন।
  • স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী স্থানীয় কর্তৃপক্ষের পরিকল্পনা মোতাবেক কমিউনিটি ক্লিনিকে নির্দিষ্ট দিনে সেবা প্রদান করবেন।

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে উল্লিখিত সরকারী স্বাস্থ্যকর্মী ব্যতীত বেসরকারী বা অন্য যে কোন সংস্থা কর্তৃক নিয়োগকৃত কর্মীর কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়া এবং হাজিরা খাতায় স্বাক্ষর করার কোন সুযোগ নেই। এমতাবস্থায়, উক্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

কমিউনিটি ক্লিনিকে সেবাদান – উপস্থিতি এবং হাজিরা খাতায় স্বাক্ষর সংক্রান্ত বিজ্ঞপ্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chcpbd.com