বর্তমানে সিএইচসিপি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহব্যাপী এবং স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারী সপ্তাহে ৩ দিন সেবা প্রদান করেন। ৪র্থ এইচপিএনএসপি এর ইএসপি এর আওতায় কমিউনিটি ক্লিনিকের জন্য অত্যাবশ্যকীয় সেবা ও অতিরিক্ত সেবা চিহ্নিত করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের পূর্ণ দায়িত্ব কর্মএলাকার সকল জনগনের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা প্রদান করা এবং একই জনগনের মধ্যে খানা ভিত্তিক সেবা প্রদান করছে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী। অধিকন্তু পরিবার পরিকল্পনা বিষয়ে সম্যক ধারনা, টিকা কর্মসূচীর সাফল্য এবং উন্নত যোগাযোগ (অবকাঠামোগত, কারিগরী বিশেষত: মোবাইল ফোন) এর প্রেক্ষিতে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী কর্তৃক প্রদত্ত খানা ভিত্তিক সেবা সমূহের কার্যকারিতা, দ্বৈততা পরিহার ও সম্পদের অপচয় রোধে পর্যালোচনা করা আবশ্যক।
তাদেরকে কমিউনিটি ক্লিনিকের অতিরিক্ত সেবাদানকারী হিসাবে পদায়ন করা যেতে পারে, ক্লিনিকের জনবলের অতিরিক্ত চাহিদা এবং তাদের দায়িত্ব কর্তব্য ও পূনর্বিবেচনা করা যেতে পারে।বর্তমানে সিএইচসিপি এবং স্বাস্থ্য সহকারীদের তত্ত্বাবধান করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং পরিবার কল্যান সহকারীদের তত্ত্বাবধান করেন পরিবার কল্যান পরিদর্শক। যখন কমিউনিটি ক্লিনিক হতে ইএসপি সেবা সমূহ প্রদান করা হবে, তখন সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যান সহকারীদের দায়িত্ব-কর্তব্য পুন:বিন্যাস করতে হবে। সহায়ক তত্ত্বাবধানের ক্ষেত্রে অধিক কারিগরী জ্ঞান সম্পন্ন ব্যবস্থাপক/কর্মকর্তাদের ও কমিউনিটি ক্লিনিক তত্ত্বাবধান করা আবশ্যক।
কমিউনিটি ক্লিনিকের জন্য মনিটরিং স্ট্যান্ডার্ড
অবকাঠামো/কমিউনিটি ক্লিনিকের বিল্ডিংঃ
- ১টি বিল্ডিং, দুই কক্ষ বিশিষ্ট, কমিউনিটি কর্তৃক দানকৃত ৫-১০ শতাংশ জমি, ছাদ ও মেঝে পাকা, দরজা-জানালা ও সীমানা প্রাচীর থাকবে।
সেবা প্রদানের দিনঃ
- শনি-বৃহস্পতিবার, সপ্তাহে ৬ দিন সরকারি ছুটির দিন ব্যাতীত।
সেবা প্রদানের সময়ঃ
- সকাল ৯.০০ টা থেকে ৩.০০ টা পর্যন্ত, ৬ ঘন্টা।
HA ও FWA’র সেবা প্রদানের সময়সূচিঃ
- HA ও FWA’র কাজের সময়সূচি CC’র সামনের দেয়ালে ঝুলানো থাকবে।
প্রধান সেবাদাতাঃ
- ১ জন CHCP, সপ্তাহে ০৬ দিন সেবা দিবেন
সহায়ক সেবাদাতাঃ
- ২ জন, HA-১ জন, FWA-১ জন, HA সপ্তাহে ৩ দিন ও FWA সপ্তাহে ৩ দিন সেবা দিবেন।
সেবা প্রদানকারিদের নামের তালিকাঃ
- সেবাদানকারী ৩ জনের নাম ও তাঁদের মোবাইল নাম্বার দেয়ালে ঝুলানো থাকবে এবং বাহির থেকে দেখা যাবে।
কমিউনিটি ক্লিনিকের ঔষধঃ
- ৩০-৩২ ধরণের ঔষধ থাকবে, স্টকে থাকা ঔষধ ও বিতরণকৃত ঔষধের তালিকা সংখ্যা উল্লেখপূর্বক ঝুলানো থাকবে।
নিরাপদ পানির সরবরাহঃ
- ১ টি নলকূপ যার পানি খাবার উপযুক্ত ও অন্যান্য কাজে ব্যবহারের উপযুক্ত।
স্বাস্থ্যসম্মত পায়খানাঃ
- ২ টি টয়লেট (নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা)
CG কমিটির সভাঃ
- ১৩-১৭ সদস্য বিশিষ্ট ১ টি কমিটি থাকবে, তারা মাসে ১ বার সভায় বসবে।
CSG কমিটির সভাঃ
- ১৩-১৭ সদস্য বিশিষ্ট ৩ টি কমিটি থাকবে যারা প্রতি ২ মাসে ১ বার সভা করবে।
সিটিজেন চার্টারঃ
- ১ টি দেয়ালে ঝুলানো থাকবে।
তথ্য রেজিষ্টারঃ
- ১৭ টি; যেমনঃ উপস্থিতি রেজিষ্টার, সাধারণ রোগী রেজিষ্টার, শিশু রেজিষ্টার, মাতৃস্বাস্থ্য রেজিষ্টার, স্টক রেজিষ্টার।
অন লাইন রিপোর্টঃ ১ (৪ ধরণের):
- ক) কমিউনিটি ক্লিনিকের সাধারন রোগীর রিপোর্ট।
- খ) কমিউনিটি ক্লিনিকের মাসিক শিশুর রিপোর্ট।
- গ) কমিউনিটি ক্লিনিকের মাসিক মাতৃস্বাস্থ্য রিপোর্ট।
- ঘ) কমিউনিটি ক্লিনিকের জনস্বাস্থ্য ও সচেতনামূলক বিভিন্ন কার্যক্রমের রিপোর্ট।
তহবিল সংগ্রহঃ
- CG, CSG কমিটি কর্তৃক স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করা যেন কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন প্রয়োজনে তা ব্যবহার করা যায়।
ব্যাংক হিসাবঃ
- ১ টি, স্থানীয়ভাবে সংগৃহীত তহবিল ব্যাংকে জমা থাকবে।
মেডিক্যাল উপকরণঃ
- বিপি যন্ত্র, ব্লাড সুগার পরিমাপক যন্ত্র, উচ্চতা ও ওজন পরিমাপক যন্ত্র ও অন্যান্য সার্জিক্যাল উপকরণ।
ফার্নিচারঃ
- সাধারণ ডেলিভারির জন্য ১টি বেড, চেয়ার, টেবিল ও আলমিরা ১ টি,
ল্যাপটপঃ
- ১ টি, ব্যবহার উপযোগী।
CHCP ইউনিফর্মঃ
- CHCP গাঢ় সবুজ রঙের ইউনিফর্ম পরিধান করবেন।
বার্ষিক কর্ম পরিকল্পনাঃ
- ১ টি
In our area, the health workers of the community clinic do not serve on time, do not get the medicine properly! And the time of his presence at the hospital is 9 am to 3 pm! Even he does not attend! Where can I complain about this?
dgfp.gov.bd