কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের ২০তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের ২০তম সভা গত ২০.১১.২০২৪ খ্রিঃ রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় নিম্নরুপ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত-০২(ক) কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইনের ১০ (ছ) ধারায় উল্লেখিত বিদ্যমান কমিউনিটি সাপোর্ট গ্রুপকে বিলুপ্ত করে, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সক্রিয় সদস্যদের নিয়ে নতুনভাবে কমিউনিটি গ্রুপকে পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের ২০তম সভার সিদ্ধান্তের আলোকে বিদ্যমান কমিউনিটি সাপোর্ট গ্রুপকে বিলুপ্ত করে, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সক্রিয় সদস্যদের সমন্বয়ে নতুনভাবে কমিউনিটি গ্রুপ পুনর্গঠন করে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে অত্র প্রতিষ্ঠানকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) বিলুপ্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি
কমিউনিটি গ্রুপ (সিজি) গঠনের নিয়ম