উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব, আন্তরিক সহযোগিতা ও অনগনের সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এবং এক্ষেত্রে এলাকাস্থ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ মূখ্য ভূমিকা পালন করছেন। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৯২% ভাগ কমিউনিটি ক্লিনিক চালু করা সম্ভব হয়েছে এবং এগুলি হতে পল্লীবাংলার জনগন সেবা গ্রহন করছেন। যেহেতু কমিউনিটি ক্লিনিক জনগন ও সরকারের যৌথ অংশগ্রহনে বাস্তবায়নাধীন একটি কার্যক্রম সেহেতু প্রতিটি বিষয়ে সরকারের উপর নির্ভরশীল থাকা কাম্য নয়।
তাই কমিউনিটি ক্লিনিকগুলির সুষ্ঠু পরিচালনা এবং স্থায়িত্বশীলতার জন্য দৈনন্দিন ছোটখাট মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, দুস্থ অসহায় ঝুঁকিপূর্ণ গর্ভবর্তী মা, জরুরী ও মারাত্মক এবং গরীব রোগীদের উচ্চতর পর্যায়ের প্রতিষ্ঠানে পৌঁছানো, স্থানীয়ভাবে উপযোগী উদ্ভাবনীমূলক কোন কর্মসূচী বাস্তবায়নে কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর এজন্য প্রয়োজন স্থানীয় তহবিল।
এ তহবিল গঠনে স্বেচ্ছায় অর্থ বা সম্পদ প্রদান করতে আগ্রহী যেকোন দানশীল ব্যক্তি, গোষ্ঠি প্রতিষ্ঠানের অনুদান এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের বরাদ্ধ গ্রহণ করা যাবে। সেবা গ্রহণকারীদের অর্থ প্রদানে বাধ্য করা যাবেনা, তবে স্বেচ্ছায় কেউ দিতে চাইলে তা গ্রহণ করা যাবে। এ সকল প্রক্রিয়া কমিউনিটি গ্রুপের সিদ্ধান্ত মোতাবেক এবং তত্ত্বাবধানে করতে হবে এবং স্থানীয় এ তহবিল (ফান্ড) গঠন, ব্যয়, নিরীক্ষা ও তত্ত্বাবধানের নীতিমালা (কমিউনিটি গ্রুপে প্রশিক্ষণ ম্যানুয়েলে বর্নিত) যথাযথভাবে অনুসরন করতে হবে। বিষয়টি সকল কমিউনিটি গ্রুপ সভাপতি ও সিএইচসিপিদেরকে অবহিত করণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো। কমিউনিটি ক্লিনিকের সুষ্ঠু পরিচালনায় আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।