বিদ্যুৎ বিলের জন্য কমিউনিটি ক্লিনিকের গ্রাহক শ্রেণি র্নিধারন বিজ্ঞপ্তি, কমিউনিটি ক্লিনিক এর গ্রাহক শ্রেণি র্নিধারন প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারী কমিউনিটি ক্লিনিকসমূহ রোগীদের কোন ফি গ্রহণ করে না। এছাড়াও এসকল ক্লিনিক দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি উন্নয়নে সরকারের প্রকল্পসমূহ বাস্তবায়ন করে। অর্থাৎ, বর্ণিত গ্রাহক বিনামূল্যে সেবা প্রদানকারী সরকারী দাতব্য প্রতিষ্ঠান। বাপবিবো’র রেট সিডিউল অনুযায়ী দাতব্য প্রতিষ্ঠানসমূহের (কমপ্লেক্স আকারে নয়) বিল দাতব্য প্রতিষ্ঠান হারে প্রস্ততের বিধান রয়েছে। এক্ষেত্রে কমপ্লেক্স আকারে বিদ্যমান নয় এমন কমিউনিটি ক্লিনিকসমূহের দাতব্য প্রতিষ্ঠান হার প্রযোজ্য হবে।
তবে এধরণের কমিউনিটি কিনিকসমূহ কমপ্লেক্স আকারে বিদ্যমান হইল, বাপবিবো’র রেট সিডিউল অনুযায়ী জিপি ( ক্ষুদ্র শিল্প) হারে বিল প্রস্তুতের জন্য অনুরোধ করা হলো।