কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের গোপনীয় অনুবেদন প্রসঙ্গে

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের গোপনীয় অনুবেদন প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয় ও সূর্যের আলোকে আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর-৩ শাখার সূত্রোস্থ স্মারকের নির্দেশনা মোতাবেক ১৩তম – ১৬তম গ্রেডের কর্মচারীদের গোপনীয় অনুবেদন ফর্ম * বাংলাদেশ ফর্ম নং- ২৯০ – (সংশোধিত) এবং ১৬তম গ্রেড হতে ১০ম গ্রেডভুক্ত তথা পূর্বতন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তা/কর্মচরীদের জন্য গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালা’ বাতিলক্রমে গোপনীয় অনুবেদন ফর্ম ১৩তম ১৬তম গ্রেডের কর্মচারীদের জন্য ‘বাংলাদেশ ফর্ম নং- ২৯০-খ (২০২৩ পর্যন্ত সংশোধিত)’ গোপনীয় অনুবেদন অনুশাসনমালা- ২০২৩ জারী করা হয়েছে।

আরও পড়ুনঃ সিএইচসিপি-দের এসিআর ফরম পূরণ পদ্ধতি | CHCP ACR Form Download

এই অনুশাসনমালার আলোকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) গণ প্রতিবছর ৩১ জানুয়ারীর মধ্যে অনুবেদনকারীর নিকট অনুবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিবেন এবং অনুবেদনকারী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে স্বাক্ষরাজে প্রতিস্বাক্ষরকারীর নিকট জমা দিবেন। প্রতিস্বাক্ষরকারী ৩১ মার্চের মধ্যে প্রতিস্বাক্ষর সম্পন্ন করে বিধি মোতাবেক ডোসিয়ারে গোপনীয়তার সহিত স্ব স্ব উপজেলায় সংরক্ষণের ব্যবস্থা করবেন।

প্রতিবছর ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে অনুবেদনাধীন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) গণকে স্ব স্ব গোপনীয় অনুবেদন (এসিআর) যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ে জমাদানের তাগিদ (অফিস আদেশ) দিয়ে পত্র জারির জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য যে, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের ক্ষেত্রে অনুবেদনকারী হবেন মেডিকেল অফিসার (রোগ) নিয়ন্ত্রণ) এবং প্রতিস্বাক্ষরকারী হবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বিষয়টি অতীব জরুরী।

সংযুক্তঃ

  • ০১। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র
  • ০২। এসিআর ফর্ম ‘বাংলাদেশ ফর্ম নং- ২৯০ – খ (২০২৩ পর্যন্ত সংশোধিত)’।

 

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)-দের গোপনীয় অনুবেদন প্রসঙ্গে

 

সিএইচসিপি-দের এসিআর ফরম পিডিএফ ডাউনলোড

ACR Form for CHCP: CHCP ACR Form Download.pdf

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top